ডিজিটাল ডেস্ক ২৮শে জুলাইঃ বিহার ভোটার তালিকা নিয়ে রাজনীতি বেশ উত্তাল। এরই মধ্যে সুপ্রিম রায়ের কোপে পড়ল নির্বাচন কমিশন। কেন আধার কার্ড বা ভোটার কার্ড (ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড বা ইপিআইসি) এসআইআর-এর বিবেচনার তালিকায় রাখা হল না কেন , সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে, কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে, সেগুলি প্রত্যেকটিই কোনও না কোনও ভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য,‘‘এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামিকাল হয়তো দেখবেন, শুধু আধার নয়, ১১টি নথিই জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন(Bihar Voter List)।’’
নির্বাচন কমিশনের আইনজীবী জানান, “শুধুমাত্র খসড়া, অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে।” এর পরই সুপ্রিম কোর্ট জানায়, “আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব, তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব, এখন তার প্রয়োজন নেই।”
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত জানান, “কোন সময় আলোচনা চান সেটা জানান। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরবর্তী শুনানির দিন ধার্য করব। আজকের মতো শুনানি শেষ, বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের খসড়ায় কোনও স্থগিতাদেশ নয়।”
ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে যে দশটির মতো আবেদন জমা পড়েছিল, তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয়। এর আগে সুপ্রিম কোর্টের সুপ্রিম তোপে নির্বাচন কমিশন, মান্যতা পেল আধার, ভোটার কার্ড
ডিজিটাল ডেস্ক ২৮শে জুলাইঃ বিহার ভোটার তালিকা নিয়ে রাজনীতি বেশ উত্তাল। এরই মধ্যে সুপ্রিম রায়ের কোপে পড়ল নির্বাচন কমিশন। কেন আধার কার্ড বা ভোটার কার্ড (ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড বা ইপিআইসি) এসআইআর-এর বিবেচনার তালিকায় রাখা হল না কেন , সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে, কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে, সেগুলি প্রত্যেকটিই কোনও না কোনও ভাবে জাল করা হতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য,‘‘এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামিকাল হয়তো দেখবেন, শুধু আধার নয়, ১১টি নথিই জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন।’’
নির্বাচন কমিশনের আইনজীবী জানান, “শুধুমাত্র খসড়া, অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে।” এর পরই সুপ্রিম কোর্ট জানায়, “আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব, তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব, এখন তার প্রয়োজন নেই।”
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত জানান, “কোন সময় আলোচনা চান সেটা জানান। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরবর্তী শুনানির দিন ধার্য করব। আজকের মতো শুনানি শেষ, বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের খসড়ায় কোনও স্থগিতাদেশ নয়।”
ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে যে দশটির মতো আবেদন জমা পড়েছিল, তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয়। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নাগরিকত্ব যাচাইয়ে কমিশনের এক্তিয়ার রয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন।চারপতিরা নাগরিকত্ব যাচাইয়ে কমিশনের এক্তিয়ার রয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন।