Bihar Women Reservation : ভোটের আগে নতুন চমক! বিহারের সরকারি চাকরিতে মেয়েদের জন্য ৩৫% সংরক্ষণ!

9

ডিজিটাল ডেস্ক, ৮ জুলাই : বিহারে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar Women Reservation)। মঙ্গলবার তিনি জানান, বিহারের স্থায়ী বাসিন্দা মহিলা প্রার্থীদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে এই সংরক্ষণ প্রযোজ্য হবে। পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রশাসনিক ব্যবস্থায় মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

মঙ্গলবার, পটনায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন নীতীশ কুমার, যেখানে মহিলাদের সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত ঘোষণার আগে এই প্রস্তাবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। একই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিহারের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে গঠন করা হবে ‘বিহার যুব কমিশন’। এই কমিশন যুব সমাজকে চাকরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। পাশাপাশি, শিক্ষাক্ষেত্র, কর্মসংস্থান এবং তাদের সামগ্রিক উন্নতির বিষয়ে পরামর্শ দিয়ে রাজ্য সরকারকে সহায়তা করবে কমিশনের সদস্যরা।

বিহারের যুব সমাজের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার গঠিত ‘বিহার যুব কমিশন’ নিয়মিতভাবে সরকারকে উপযুক্ত পরামর্শ ও উন্নয়নমূলক সুপারিশ পেশ করবে। সরকারি বিভিন্ন দফতরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে এই কমিশন নিশ্চিত করবে, রাজ্যের যুবসমাজ আরও শিক্ষিত হোক এবং তাদের চাকরির সুযোগ বাড়ুক। মুখ্যমন্ত্রীর কথায়, এই কমিশনে থাকবেন এক জন চেয়ারম্যান, দুই জন ভাইস চেয়ারম্যান এবং মোট সাত জন সদস্য, যাঁদের প্রত্যেকের বয়স হবে ৪৫ বছরের নিচে। সরকারি চাকরির পাশাপাশি কমিশন বেসরকারি খাতেও নিয়োগের সুযোগ তৈরির জন্য কাজ করবে। এ ছাড়া, যাঁরা পড়াশোনা বা কাজের কারণে বিহার ছেড়ে অন্য রাজ্যে রয়েছেন, বিশেষ করে যাঁদের মা বিহারে থাকেন, তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগও নেবে এই কমিশন।

এই উদ্যোগের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বিহারের কিশোর ও যুব প্রজন্মকে নেশামুক্ত জীবনধারার পথে নিয়ে যাওয়া। বিশেষ করে স্কুল ও কলেজের চত্বরে যেভাবে নেশাজাত দ্রব্যের প্রবেশ ঘটছে, তার বিরুদ্ধে জোরদার সচেতনতা অভিযান চালানো হবে এবং প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থাও করবে কমিশন।