Bikash Bhavan SSC Show Cause : বিকাশ ভবনে ভাঙচুর করা শিক্ষকদের শো কজ করা শুরু পর্ষদের, সাত দিনে জবাব তলব
ডিজিটাল ডেস্ক, ২১ মে : বিকাশ ভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া কিছু চাকরিহারাকে শো কজ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাঁদের সাত দিনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। শো কজ চিঠিতে উল্লেখ রয়েছে যে ১৫ মে আন্দোলন চলাকালীন তারা কী কী বেআইনি কার্যকলাপে যুক্ত ছিলেন। এর ভিত্তিতে তাঁদের জবাবদিহি করতে হবে। পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৬ মে থেকে এই শো কজ চিঠি পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে (Bikash Bhavan SSC Show Cause)।
মধ্যশিক্ষা পর্ষদ গত ১৫ মে বিকাশ ভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে শো কজ জারি করেছে। পর্ষদের চিঠিতে উল্লেখ রয়েছে যে ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আন্দোলনকারীদের মধ্যে অনেককেই বেআইনি কর্মকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয় এবং নতুন তালা ঝুলিয়ে কর্মচারী ও সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। যাঁরা সরকারি পরিষেবার জন্য বিকাশ ভবনে এসেছিলেন, তাঁদেরও হয়রানির শিকার হতে হয়। পুলিশি হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে প্রস্থানকালে আন্দোলনকারীদের অভব্য আচরণ ও গালিগালাজের অভিযোগও উঠেছে। পর্ষদ জানিয়েছে, বিক্ষোভকারীরা কেন এই ধরনের কাজ করেছেন এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হবে না—সেই ব্যাখ্যা শো কজের উত্তরে দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত উত্তর জমা দিতে বলা হয়েছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে, যার ফলে ২৫,৭৩৫ জনের চাকরি হারিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই শিক্ষক-শিক্ষিকারা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, এরপর তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তবে, চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে অসম্মতি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই রাজ্য সরকার আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে। এই দুই অভিযোগ ঘিরে বিক্ষোভকারীরা বিকাশ ভবনের সামনে জমায়েত হন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করা হয়, এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফলে পরিস্থিতি একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধদের একাংশ গেট ভেঙে ভবনে প্রবেশ করেন এবং নতুন তালা লাগিয়ে দেন। এর ফলে ভবনের কর্মচারী, আধিকারিক এবং সাধারণ মানুষ ভিতরে আটকে পড়েন। রাতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং আটকে পড়া কর্মীদের ভবন থেকে বের করে আনে। বর্তমানে বিক্ষোভকারীদের জমায়েত এখনও চলছে, এবং হামলাকারীদের শনাক্ত করে তাঁদের শো কজ়ের চিঠি পাঠানো শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।