Bikash Bhawan Protest : সকাল থেকেই দফায় দফায় বিকাশ ভবনে উত্তেজনা, ব্যারিকেড সরিয়ে ফের বিক্ষোভ চাকরিহারাদের
ডিজিটাল ডেস্ক, ১৬ মে : বৃহস্পতিবার রাতের উত্তেজনার পর শুক্রবার সকালেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিকাশ ভবনে। সকালে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন (Bikash Bhawan Protest)। তাঁদের একমাত্র দাবি—ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ফলে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন এলাকা। সকালেই মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন বিক্ষোভকারী শিক্ষকরা, তবে রাতে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। শুক্রবার সকালে, পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও মূল ফটকের সামনে অবস্থান নেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানালেও এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের একাধিক আধিকারিক, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিধাননগর পুলিশ আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে।
২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী তাঁদের চাকরি হারান। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁদের মধ্যে ‘যোগ্য’ শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা হবে। অন্যদিকে, রাজ্য সরকার এই রায়ের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে, যা এখনও বিচারাধীন। পুরো মেয়াদের চাকরিতে বহাল থাকার দাবিতে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন। রাতে বিকাশ ভবন ঘেরাও করার সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। এর পর সকালে আবারও বিক্ষোভ শুরু হয়েছে।
Comments are closed.