Birbhum Police Transfer : মুখ্যমন্ত্রীর অসন্তোষ! বীরভূম জেলা পুলিশে ব্যাপক রদবদল

104

ডিজিটাল ডেস্ক, ৩১ জুলাই : সাম্প্রতিক বীরভূম সফরে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিনের মধ্যে জেলায় দুই তৃণমূল নেতার খুনের পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার বোলপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন—পুলিশ কি যথেষ্ট সতর্ক ছিল না? এর পরই জেলা প্রশাসনের তরফে পুলিশ বিভাগে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার অন্তত চারটি থানার ওসি ও আইসি পদে বদলি করা হয়েছে। এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে পাড়ুই, মল্লারপুর ও বোলপুর থানায়—যেখানে সাম্প্রতিক ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে (Birbhum Police Transfer)।

বীরভূম জেলা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বোলপুর থানার এসআই রাহুল ঘোষালকে মল্লারপুর থানায় ওসি পদে বদলি করা হয়েছে। পাড়ুই থানার ওসি আবদুল হানিফ একই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন আমোদপুর থানায়। অন্যদিকে, আমোদপুর থানার এসআই মনোজ কুমারকে বোলপুর থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া, মল্লারপুর থানার এসআইকে বদলি করা হয়েছে সাঁইথিয়া থানায়। এই রদবদলের নির্দেশ জারি করেছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ।

গত সোমবার দুপুরে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে পুলিশকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে সাম্প্রতিক দুটি তৃণমূল কর্মী খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কয়েকদিনের মধ্যে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? আমি মনে করি ছিল।” তিনি আরও মন্তব্য করেন, “খুন হলেই সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা এফআইআর হলে যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে, ততক্ষণ…” ডিএম, এসপি থেকে শুরু করে রাজনৈতিক মহলের সকলকে সংযত এবং ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূম জেলা পুলিশের একাধিক থানায় বড় রদবদল করা হয়। পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর সরাসরি বার্তার পরই প্রশাসন তৎপর হয়ে এই বদলির সিদ্ধান্ত নেয়।