BJP MP On Pahalgam Attack : পহেলগাঁও হামলার সময় ‘আক্রান্ত’ মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির সাংসদের
ডিজিটাল ডেস্ক, ২৫ মে : পহেলগাঁও হামলার সময় ‘আক্রান্ত’ মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা (BJP MP On Pahalgam Attack)। তাঁর বক্তব্য ছিল যে, স্বামীদের মৃত্যুর দৃশ্য দেখে মহিলাদের শুধু মুখ বুজে সহ্য করা উচিত হয়নি, বরং তাঁদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল। তাঁর মতে, এমনটা হলে হতাহতের সংখ্যা কম হত। তবে, বিরোধী শিবির এই মন্তব্যকে আক্রান্তদের প্রতি অবমাননাকর বলে মনে করছে এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে রানি লক্ষ্মীবাই এবং রানি অহল্যাবাই হোলকর-এর মতো লড়াকু মহিয়সীদের উদাহরণ তুলে ধরে বিজেপির রাজ্যসভার সাংসদ মন্তব্য করেন যে, পহেলগাঁওয়ে আক্রান্ত মহিলা পর্যটকদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল। তাঁর বক্তব্য, যদি মহিলারা প্রতিরোধ গড়ে তুলতেন, তাহলে তাঁদের স্বামীদের হত্যার সুযোগ পেত না জঙ্গিরা। এছাড়া, তিনি আরও বলেন যে, আক্রান্ত মহিলাদের লড়াইয়ের মানসিকতা, ইচ্ছাশক্তি, সাহস এবং মনের জোরের অভাব ছিল, যার কারণে তাঁরা জঙ্গিদের সামনে হাতজোড় করেছিলেন। তাঁর এই মন্তব্য বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা মন্তব্য করেছেন যে, মহিলাদের মধ্যে রানি অহল্যাবাই এবং ঝাঁসির রানি লক্ষীবাইয়ের মতো সাহস ও চেতনা পুনরুজ্জীবিত করতে হবে। তিনি কেন্দ্রীয় অগ্নিবীর প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরে বলেন, যদি সব পর্যটক অগ্নিবীর হতেন, তাহলে তাঁরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারতেন।
বিজেপি সাংসদের মন্তব্যকে নারীবিদ্বেষী এবং অবমাননাকর বলে তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা অভিযোগ করে বলেন, পহেলগাঁওয়ে আক্রান্ত মহিলারা তাঁদের স্বামীদের হারিয়েছেন, কিন্তু এখন বিজেপি নেতা তাঁদের সম্মানও প্রশ্নের মুখে ফেলেছেন। তিনি আরও বলেন, স্বামী হারানো নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করছেন বিজেপি সাংসদ, যা লজ্জাজনক এবং অপমানজনক।