Bomb Threat Kolkata International Airport : কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! মুম্বইগামী ইন্ডিগো বিমানে তল্লাশি
কলকাতা, ১৩ মে : কলকাতা বিমানবন্দরে আবারও বোমাতঙ্কের ঘটনা ঘটেছে (Bomb Threat Kolkata International Airport)। মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমা থাকার খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নিয়ে বিমান থেকে ১৯৪ জন যাত্রীকে নিরাপদে নামানো হয়। বর্তমানে তল্লাশি অভিযান চলছে।
আজ দুপুর ১টা ১৫ নাগাদ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের মুম্বাইগামী বিমান বোমা রাখা আছে বলে এক যাত্রী হটাৎ দাবি করতে থাকেন। ইন্ডিগো এয়ারের 6E 5227 বিমানটির ১-৩৫ মিনিটে ওড়ার কথা ছিল। এরপরেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সি আই এস এফ কর্মীরা ঐ যাত্রীকে আটক করে। কেন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালেন তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। গত কয়েকদিন ধরে এমনিতেই বিমানবন্দরে জরুরি পরিস্থিতি রয়েছে। তার মধ্যে এই বোমাতঙ্কের ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অনেক খোঁজাখুঁজির পরেও বোমার সন্ধান পাওয়া যায়নি।
Comments are closed.