Bowbazar: বড় বাজারের লজে উদ্ধার জলপাইগুড়ির বাসিন্দার মৃতদেহ

50

ডিজিটাল ডেস্ক ১৩ই অগাস্টঃ শহর কলকাতায় ফের রহস্যজনক মৃত্যু ভিনরাজ্যের বাসিন্দার। বড়বাজার এলাকার একটি লজ থেকে বুধবার সকালে উদ্ধার হয় পবন কুমার দাস (‌৩৭)‌ নামে এক যুবকের দেহ। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ লজ থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পরনে ছিল হাফ প্যান্ট ও টি শার্ট। পুলিশ সূত্রের খবর লজে উদ্ধার যে মৃত দেহ সে জলপাইগুড়ির বাসিন্দা বলেই শোনা গেছে(Bowbazar)।

জানা গেছে, মঙ্গলবার যুবক একাই এসেছিলেন লজে। তবে যে ঘরটি নিয়েছিলেন সেখানে মোট ৪ জন ছিলেন। বুধবার সকালে সাড়ে ৬টা নাগাদ লজের মেঝেয় মেলে পবনের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানিয়েছে পুলিশ। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগও এখনও জানানো হয়নি। পুলিশ সূত্রের খবর সঙ্গে ছিলেন আরও কয়েক জন যুবক। পুলিশের প্রাথমিক অনুমান যুবককে হত্যা করা হয়েছে। পুলিশের প্রশ্ন, চেকিং করার পরের দিনই যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে। লজ কর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ।

মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানিয়েছে পুলিশ। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগও এখনও জানানো হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লজের তিনতলায় মিলেছে রক্ত ও বমি। অনুমান, রাতে অসুস্থতার কারণে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে যুবকের। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ওই ঘরে থাকা বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করার চেষ্টায় পুলিশ।