BRICS Summit 2025 : ইরানে ‘শান্তিপূর্ণ’ পরমাণু কেন্দ্রে হামলা! মোদীর উপস্থিতিতেই যৌথ বিবৃতি জারি ‘ব্রিক্স’-এর
ডিজিটাল ডেস্ক, ৭ জুলাই : এই ঘটনার ইঙ্গিত আগেই মিলেছিল, এবং শেষ পর্যন্ত তা বাস্তবেও প্রতিফলিত হল। ইরানে চালানো সামরিক অভিযানের নিন্দা করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করল ব্রিক্স (BRICS Summit 2025)। যদিও বিবৃতিতে ইজরায়েল ও আমেরিকার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, ১৩ জুন থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণের প্রসঙ্গ সেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য যে, সেই সময় প্রথমে ইজরায়েল ও পরবর্তীতে আমেরিকা ইরানের ওপর হামলা চালায়।
‘ব্রিক্স’-এর সদস্যদের তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে বিশ্বের দুই প্রভাবশালী দেশ—রাশিয়া ও চিন। সম্প্রতি এই জোটে বর্ধিত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ইরান, যারা গত বছর ‘ব্রিক্স’-এ অন্তর্ভুক্ত হয়। তেহরানের অন্তর্ভুক্তির পর এই প্রথম অনুষ্ঠিত হল ‘ব্রিক্স’ সম্মেলন, যার ভেন্যু ছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো। রবিবার ওই সম্মেলনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখযোগ্যভাবে, তাঁর বক্তৃতার কিছু পরেই এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
‘ব্রিক্স’-এর সদস্য রাষ্ট্রগুলি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপর চালানো হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদের পরিপন্থী। তারা সেই হামলার তীব্র নিন্দা করেছে এবং এর ফলে পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
‘ব্রিক্স’ তাদের যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, ইরানে অবস্থিত ‘শান্তিপূর্ণ’ পারমাণবিক স্থাপনাগুলিতে ইচ্ছাকৃত হামলা হয়েছে বলেই তাদের ধারণা। তারা বলেছে, “আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে থাকা এবং অসামরিক প্রকৃতির এমন কেন্দ্রগুলির উপর আক্রমণ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।” এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করার প্রস্তাবও রেখেছে ‘ব্রিক্স’।