BSF Jawan Returned India : ২০ দিন পর দেশে ফিরলেন হুগলির জওয়ান

7

ডিজিটাল ডেস্ক, ১৪ মে : ভারতের কূটনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত পাকিস্তানকে পিছু হটতে হলো (BSF Jawan Returned India)। দীর্ঘ ২২ দিন পর মুক্তি পেলেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ, যিনি পাক সেনার কবলে ছিলেন। বুধবার সকালে ফ্ল্যাগ মিটিং শেষে, সকাল সাড়ে ১০টায় আটারি সীমান্ত দিয়ে তিনি দেশে ফিরলেন। জানা গেছে, পূর্ণম সুস্থ আছেন।

পহেলগাঁও হামলার পরদিন, ২৩ এপ্রিল, অনিচ্ছাকৃতভাবে পাক সীমান্ত অতিক্রম করেছিলেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ, যার ফলে তাঁকে পাক সেনার হাতে বন্দি হতে হয়। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী উদ্বেগে বিএসএফের হেড কোয়ার্টারে পৌঁছেছিলেন স্বামীর সন্ধানে। আশ্বাস পেলেও আশঙ্কা কাটেনি। ৭ মে অপারেশন সিঁদুরের পর প্রায় সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন রজনী। এদিকে ভারত-পাকিস্তানের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছিল, কিন্তু কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে ভারতের ক্রমাগত কূটনৈতিক চাপের মুখে পাকিস্তান সিদ্ধান্ত নেয় পূর্ণমকে মুক্ত করার। বুধবার সকালেও আলোচনার পর, পাক প্রশাসন আত্মসমর্পণ করে এবং সকাল সাড়ে ১০টায় পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পূর্ণমকুমার সাউ দেশে ফিরে আসেন।

জানা গেছে, পূর্ণমকুমার সাউয়ের শারীরিক পরীক্ষা শিগগিরই সম্পন্ন হবে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবে তাঁকে দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, অন্য দেশের সীমান্তে ভুলবশত প্রবেশ করলে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার কথা। তবে এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পরেও পাক সেনারা তাঁকে মুক্তি দিতে অনিচ্ছুক ছিল, যা ভারত মোটেই ভালোভাবে নেয়নি। আজ স্পষ্টভাবে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.