ডিজিটাল ডেস্ক, ৯ জুন : নিউটাউনে এক বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যু। মেস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তিনি বাড়িতে সুইসাইড নোট পাঠিয়েছিলেন, যার পরই তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং তদন্ত শুরু হয়েছে (BSF Suicide Newtown)।
সূর্যকান্ত দাস, ৩৮ বছর বয়সী বিএসএফ জওয়ান, আদতে ওড়িষার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরতে হত তাঁকে। সম্প্রতি তিনি নিউটাউনের শুলংগুড়ি রামমন্দির এলাকার বাসিন্দা গোবিন্দ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। সবকিছুই স্বাভাবিক ছিল। তবে, সোমবার সকালে আচমকা তাঁর স্ত্রী ও ভাই নিউটাউনের ভাড়া বাড়িতে আসেন এবং ইকোপার্ক থানায় খবর দেন। তাঁদের দাবি, সূর্যকান্ত বাড়িতে সুইসাইড নোট পাঠিয়েছেন।
পুলিশ দরজা ভাঙতেই সামনে আসে ভয়ংকর দৃশ্য—জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।কেন তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদই এই চরম পদক্ষেপের কারণ। তবে, এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আশাবাদী যে মৃতের পরিবার ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।