ডিজিটাল ডেস্ক, ২৫ মে : নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আগামী মাসে পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে (Bye Election in India)। পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের ফেব্রুয়ারিতে প্রয়াণের ফলে আসনটি শূন্য হয়েছে। এছাড়া গুজরাতের দুটি, কেরলের একটি এবং পাঞ্জাবের একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, যেখানে কোনো ক্ষেত্রে বিধায়কের মৃত্যু, আবার কোথাও পদত্যাগের ফলে আসন খালি হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণার অনুযায়ী, আগামী ১৯ জুন (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কালীগঞ্জ, গুজরাতের কাদি ও বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৩ জুন (সোমবার)। রবিবার, নির্বাচন কমিশন এই পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে কালীগঞ্জ থেকে বিজয়ী হন নাসিরুদ্দিন আহমেদ, যিনি ঘনিষ্ঠ মহলে ‘লাল’ নামে পরিচিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ৭০ বছর বয়সে মৃত্যু ঘটে। তাঁর প্রয়াণের ফলে কালীগঞ্জ তিন মাস ধরে বিধায়কহীন ছিল। অবশেষে সেখানে উপনির্বাচনের দিন ঘোষিত হয়েছে।
গুজরাতের কাদিতে বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই কেন্দ্রের নির্বাচিত বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ৬৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। এদিকে, গুজরাতের বিসাবদরে বিধায়কের পদত্যাগের ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আম আদমি পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হওয়া ভূপেন্দ্রভাই ভয়ানি ২০২৩ সালের ডিসেম্বর মাসে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন, যার পর থেকে এই কেন্দ্র বিধায়কহীন ছিল।
কেরলের নিলম্বুর বিধানসভা কেন্দ্রে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার। চলতি বছরের শুরুতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দেন এবং এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কারণে ওই কেন্দ্রে ১৯ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত বস্সি গোগি গত জানুয়ারিতে দুর্ঘটনাবশত মৃত্যু বরণ করেন। তিনি নিজের বাড়িতে পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত ট্রিগারে হাত পড়ে যায়, যার ফলে তিনি গুলিবিদ্ধ হন। পরিবারের মতে, এই দুর্ঘটনার কারণেই তাঁর মৃত্যু ঘটে।
Comments are closed.