দিঘায় মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে শর্তসাপেক্ষে ‘সনাতনী সম্মেলনের’ অনুমতি পেল শুভেন্দু

14

ডিজিটাল ডেস্ক, ২৯ এপ্রিল: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই, অর্থাৎ ৩০ এপ্রিল (বুধবার), কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ আয়োজনের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তবে সম্মেলন পরিচালনার ক্ষেত্রে আদালত কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছে, যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং জননিরাপত্তা বিঘ্নিত না হয়।

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দীর্ঘ সময় ধরে ‘সনাতনী হিন্দু সম্মেলন’ সংক্রান্ত মামলার শুনানি চললেও, সেদিন চূড়ান্ত রায় হয়নি। এরপর মঙ্গলবার বিচারপতি ঘোষ নির্দেশ দেন, কাঁথির এই কর্মসূচি আয়োজনে অনুমতি দেওয়া হচ্ছে, তবে কিছু শর্তসাপেক্ষে। তিনি স্পষ্ট জানান, সর্বোচ্চ তিন হাজার মানুষের উপস্থিতিতে সভা আয়োজন করা যাবে, এবং নির্ধারিত এই সংখ্যার বেশি জমায়েত করা চলবে না।

এই কর্মসূচির অন্যতম প্রধান মুখ হলেন বিধানসভার বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ৩০ এপ্রিলের এই ‘সনাতনী হিন্দু সম্মেলন’ নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার। তাদের যুক্তি ছিল, একই দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান রয়েছে, যা পূর্ব নির্ধারিত। সেই কারণেই রাজ্য সরকার কর্মসূচির দিন পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে মামলাকারী পক্ষের আইনজীবী পাল্টা যুক্তি দেন যে, দিঘা এবং কাঁথির ভৌগোলিক দূরত্ব যথেষ্ট, এবং সেই কারণে দু’টি কর্মসূচিই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আয়োজিত হতে পারে। আদালত শেষ পর্যন্ত সেই যুক্তিকে গুরুত্ব দিয়েই সীমিত জমায়েতের শর্তে সম্মেলনের অনুমতি দেয়।

Comments are closed.