Calcutta High Court on SSC Protest : বিকাশ ভবন নয়, সেন্ট্রাল পার্কে চলতে পারে SSC-র আন্দোলন! শর্তসাপেক্ষে অনুমতি দিল হাই কোর্ট

4

ডিজিটাল ডেস্ক, ২৩ মে : চাকরিহারাদের আন্দোলন এবার বিকাশ ভবনে নয়, হবে সেন্ট্রাল পার্কের সুইমিং পুল সংলগ্ন এলাকায়। কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে এই প্রতিবাদের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ ২০০ জন অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি, পুলিশকে ‘ধীরে চলা’ নীতি গ্রহণের পরামর্শও দিয়েছে আদালত (Calcutta High Court on SSC Protest)।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের সেন্ট্রাল পার্কেই অবস্থান চালিয়ে যাওয়ার পরামর্শ দেন, যদিও প্রথমে এতে আপত্তি জানান চাকরিহারারা। পরবর্তীতে, তাঁদের জন্য প্রয়োজনীয় বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ অনুযায়ী, পর্যায়ক্রমে সর্বোচ্চ ২০০ জন আন্দোলনস্থলে থাকতে পারবেন। পাশাপাশি, আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে কয়েকজনের নাম জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

১৫ মে বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগে বিধাননগর পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে তলব করে। পুলিশ রিপোর্টের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদও শোকজ নোটিস পাঠায়। তবে বিষয়টি আদালতে উঠতেই বিচারপতি স্পষ্ট করে জানান, এই মুহূর্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। পাশাপাশি, পর্ষদও শোকজ নোটিস জারি করতে পারবে না। আদালত নির্দেশ দিয়েছে, পুরো বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে হবে।

বিকাশ ভবনের সামনে এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারারা। নিয়োগ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয়, যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। দীর্ঘ টানাপোড়েনের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন, তবে অশিক্ষক কর্মীদের আপাতত কর্মহীন থাকতে হবে। এসএসসিকে নতুন করে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যদিও চাকরিহারারা পুনরায় পরীক্ষা দিতে রাজি নন। তাঁরা নিরবচ্ছিন্ন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যার ফলে ১৫ মে বিকাশ ভবন উত্তপ্ত হয়ে ওঠে।

Comments are closed.