CBI Arrests Doctor : ঘুষ কাণ্ডে সিবিআইয়ের ‘ফাঁদে’ই গ্রেফতার বর্ধমানের চিকিৎসক!

9

ডিজিটাল ডেস্ক, ২৫ মে : বর্ধমানের চিকিৎসক তপনকুমার জানা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন, এমনটাই জানিয়েছে সিবিআই (CBI Arrests Doctor)। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে, তবে তদন্তকারীরা তাঁর সঙ্গে কিডনি পাচার চক্রের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তাঁকে হেফাজতে নিয়ে এই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। তাঁর কর্মকাণ্ডে অবাক হয়েছেন তাঁর চিকিৎসক স্ত্রী ও ছাত্রছাত্রীরা।

সিবিআই সূত্রে খবর, ধৃত চিকিৎসক তপনকুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বেঙ্গালুরুর এক বেসরকারি মেডিক্যাল কলেজের মূল্যায়নে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন। এই বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই একটি দল ফাঁদ পেতে রাখে, এবং তিনি সেই ফাঁদে পা দিতেই তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে, ১০ লক্ষ টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।

জানা গেছে, ডাঃ তপনকুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমির বিভাগীয় প্রধান হওয়ার পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিলের দায়িত্বেও রয়েছেন। তিনি কাউন্সিলের বিভিন্ন পরীক্ষার মূল্যায়ন করেন, এবং অভিযোগ রয়েছে যে টাকার বিনিময়ে মূল্যায়নে অতিরিক্ত সুবিধা দিয়ে রিপোর্ট তৈরি করতেন। তদন্তকারীদের সন্দেহ, যিনি এত বড় দুর্নীতিতে জড়িত, তিনি কিডনি পাচারের মতো বেআইনি কাজেও যুক্ত থাকতে পারেন। এ কারণেই সিবিআই তাঁকে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

Comments are closed.