CBI Chargesheet Against Paresh Pal : অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, রয়েছে পরেশ পাল সহ ১৮ জনের নাম

9

ডিজিটাল ডেস্ক, ২ জুলাই : ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বেলেঘাটা অঞ্চলের বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। এই চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারও। সোমবার চার্জশিট পেশ হওয়ার পর রাজনৈতিক মহলে ফের আলোড়ন সৃষ্টি হয়েছে (CBI Chargesheet Against Paresh Pal)।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যজুড়ে শুরু হয় রাজনৈতিক হিংসা। সেই সময় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্ট ওই ঘটনার তদন্তভার সোপায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-কে। প্রাথমিক পর্যায়ে সিবিআই একটি চার্জশিট পেশ করলেও, তদন্তে সামনে আসে নতুন তথ্য ও প্রমাণ। সেই নতুন তথ্যের ভিত্তিতেই সংস্থাটি আদালতে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট জমা দেয়। সিবিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৃণমূল বিধায়ক পরেশ পাল, দুই কাউন্সিলর-সহ আরও ১৫ জনের নাম যুক্ত করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিট পেশের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রবল তরজা। বিরোধী শিবিরের অভিযোগ, “তৃণমূল সরকার রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে সাধারণ কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছিল। এখন একে একে সব তথ্য সামনে আসছে, যা তাদের মুখোশ খুলে দিচ্ছে।” অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে দাবি করেছে। দলের বক্তব্য, “২০২১ সালের হিংসার প্রসঙ্গ নিয়ে বিজেপি শুরু থেকেই উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এসেছে। সিবিআইকে দিয়ে প্রভাবিত তদন্ত করানো হচ্ছে। আমরা আইনের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেব।” এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেও অভিজিৎ সরকারের পরিবারের মনে জেগেছে নতুন আশার আলো—এবার ন্যায়বিচার মিলতে পারে, এমন প্রত্যাশা ধীরে ধীরে দৃঢ় হচ্ছে।