CBSE Results 2025 : প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার ফলাফল, মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ

11

ডিজিটাল ডেস্ক, ১৩ মে : চলতি বছরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে, যা পরীক্ষা শেষের ৩৯ দিনের মধ্যে ঘোষণা করা হয়েছে (CBSE Results 2025)। এবার পাশের হার ৮৮.৩৯ শতাংশ, যা ২০২৪ সালের ৮৭.৯৮ শতাংশের তুলনায় ০.৪১ শতাংশ বেশি। মেয়েরা পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে, তাদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। পাশাপাশি, রূপান্তরকামী শিক্ষার্থীদের পাশের হার ১০০ শতাংশ, যা শিক্ষার অগ্রগতির ইতিবাচক দিককে তুলে ধরে।

এ বছর সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য মোট ১৭,০৪,৩৬৭ জন শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সফলভাবে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন শিক্ষার্থী। পাশের হারের নিরিখে বিজয়ওয়াড়া ৯৯.৬০ শতাংশ নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।

পরীক্ষার্থীরা তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ। এছাড়া, ডিজিলকার ও উমাঙ্গ অ্যাপের মাধ্যমেও ফল সহজেই পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের প্রথমে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এরপর ‘হোমপেজ’-এ দেওয়া রেজ়াল্ট লিঙ্কে ক্লিক করে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি প্রবেশ করাতে হবে। এর পর পরীক্ষার ফল দেখা যাবে, যা ডাউনলোড করে প্রিন্ট আউট রেখে দেওয়া যাবে।

প্রসঙ্গত, এ বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৪ এপ্রিল। পরীক্ষায় মোট ১৯,২৯৯ টি স্কুল অংশ নেয়, এবং পরীক্ষা পরিচালিত হয় ৭,৩৩০ টি কেন্দ্রে।