ডিজিটাল ডেস্ক, ২৮ জুলাই : দাবা বিশ্বকাপে ইতিহাস গড়লেন ১৯ বছরের দিব্যা দেশমুখ। সোমবার টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্সে হারালেন অভিজ্ঞ হাম্পিকে। দ্বিতীয় র্যাপিদ গেমে জয় তুলে নিয়ে বিশ্বকাপের মুকুট ছিনিয়ে নেন দিব্যা। এই জয়ের মাধ্যমে নতুন অধ্যায় লিখলেন ভারতীয় দাবার ইতিহাসে – বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন তরুণী দিব্যা দেশমুখ (Chess Woman Champion)।
সোমবার FIDE মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে সতীর্থ কোনেরু হাম্পিকে হারিয়ে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ। এর ফলে দাবায় প্রথমবারের জন্য মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। এর আগে দু’টি ক্লাসিকাল গেম অমিমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম র্যাপিদ গেমে দিব্যা সাদা ঘুঁটি নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও, হাম্পিও পাল্টা জবাব দেন। যদিও দু’জনেই জয় নিশ্চিত করার মতো জায়গায় পৌঁছতে না পারায় প্রথম র্যাপিড গেমটি ড্র হয়।
দ্বিতীয় র্যাপিড গেমে কালো ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা দেশমুখ। শুরু থেকেই জয়ের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ১৯ বছরের এই তরুণী। তিনি দ্রুত চাল দিচ্ছিলেন, বিপরীতে হাম্পি সময় নিচ্ছিলেন বেশি। এক সময় সময়ের হিসেবে প্রায় ৮ মিনিট এগিয়ে যান দিব্যা। চাপে পড়ে ড্র করার চেষ্টা চালান ৩৮ বছরের হাম্পি, কিন্তু শেষরক্ষা হয়নি। ৩৪তম চালেই ম্যাচে কিস্তিমাত করে দেন দিব্যা। হাম্পিকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি দিব্যা—জয়ের আনন্দে ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে।
বর্তমানে দিব্যা দেশমুখের রেটিং পয়েন্ট ২৪৬৩, আর তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ২৫০১, যা তিনি অর্জন করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। ২০২১ সালে দিব্যা ভারতের ২১তম মহিলা গ্র্যান্ডমাস্টার হিসেবে স্বীকৃতি পান। এরপর ২০২২ সালে তিনি মহিলা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন। একই বছরে দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতে দেশের সম্মান বাড়ান। এরও আগে, ২০২০ সালের FIDE অনলাইন অলিম্পিয়াডে ভারতের সোনাজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।