ডিজিটাল ডেস্ক, ২৪ অগাস্ট : ২২ গজে আর দেখা যাবে না চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara Retirement)। টেস্ট ক্রিকেটের সনাতনী ঘরানার এই ব্যাটার হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে চমকে দিলেন সবাইকে। ভারতের হয়ে তিনি খেলেছেন ১০৩টি টেস্ট এবং ৫টি ওয়ানডে ম্যাচ।
অপেক্ষার পরীক্ষায় শেষমেশ ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর টেস্টের অন্যতম সেরা এই ব্যাটার অবসরের সিদ্ধান্ত নিলেন। ৩৭ বছর বয়সী পূজারা ভারতের হয়ে শেষবার মাঠে নামেন ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ম্যাচে হারতে হয় ভারতকে। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। সম্প্রতি দলীপ ট্রফির স্কোয়াড থেকেও বাদ পড়েন তিনি। সব মিলিয়েই হতাশা থেকে সম্ভবত এই সিদ্ধান্ত।
সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় চেতেশ্বর পূজারা লিখেছেন, “দেশের জার্সি গায়ে তোলা, জাতীয় সঙ্গীতের সুরে গলা মেলানো, দেশের জন্য নিজের সর্বস্ব দেওয়া — এই অনুভূতিগুলোকে শব্দে বোঝানো সম্ভব নয়। তবে জীবনের সব ভালো জিনিসেরই এক সময় শেষ আসে। আমি সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ — এত ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য।”
রাহুল দ্রাবিড়ের পর টেস্ট ক্রিকেটে সনাতনী ব্যাটিংয়ের ধারা যিনি এগিয়ে নিয়ে গিয়েছেন, তিনি চেতেশ্বর পূজারা। অসীম ধৈর্য, চাপের মুখে অবিচল থেকে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা—এই গুণগুলোর মাধ্যমে তিনি প্রায় এক দশক ধরে ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। ঘরের মাঠ হোক বা বিদেশের, পূজারা বরাবরই ছিলেন ভরসার প্রতীক।
ভারতের জার্সিতে ১০৩টি টেস্ট খেলে তিনি করেছেন ৭১৯৫ রান, গড় ৪৩.৬০। লাল বলের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ২০৬। রয়েছে ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান। যদিও সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পাননি, তবুও টেস্ট ব্যাটিংয়ে তাঁর অবদান ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।