CM ON BHUPEN: আসামের মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী!

102

CM ON BHUPEN: ফের সত্যে পরিণত হল মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী। কয়েক মাস আগেই ভূপেন বরাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এপ্রিল-মে মাসেই তাঁকে অপসারিত করা হবে। মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণীকে তখন গুরুত্ব দেননি ভূপেন বরা। তবে বর্তমানে তিনি বিস্মিত!

মুখ্যমন্ত্রী যে একথা তাঁকে বলেছিলেন, তা স্বীকার করে নিলেন ভূপেন বরা। কোন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একথা বলেছিলেন তা NKTVবাংলাকে জানালেন বিদায়ী এপিসিসি সভাপতি।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, আমাকে অপসারিত করা হবে’
‘এপ্রিল-মে মাসেই নাকি আমাকে অপসারিত করা হবে’
‘মুখ্যমন্ত্রীর কথা আমি বিশ্বাস করিনি তখন’
‘আমি বলেছিলাম, আপনার সোর্স খুব দুর্বল’

মুখ্যমন্ত্রীর ডেডলাইন ছিল ৩১ মে। ২৬ মে অপসারিত হলেন ভূপেন বরা! প্রশ্ন হয়, কংগ্রেস হাইকমান্ড কী করবে, তা কীভাবে জানতে পারলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা?

AICC-তে মুখ্যমন্ত্রীর সোর্স কে? বর্তমানে সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। মুখ্যমন্ত্রীর সোর্স নিয়ে বিস্মিত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াও।

উল্লেখ্য, কয়েক মাস আগে ভূপেন বরাকে নিয়ে আরও এক ভবিষ্যদ্বাণী করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালে বিজেপিতে যোগ দেবেন ভূপেন বরা!

প্রশ্ন হয়, সেই মাহেন্দ্রক্ষণ কি সমাগত?
কারণ মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী বলে কথা

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ভূপেন বরা জানান, ‘বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব’
‘সেই প্রস্তুতি নিচ্ছি’। রঙানদী আসনে লড়বেন ভূপেন বরা। কিন্তু দলীয় প্রতীক কী হয়, তা হবে লক্ষ্যণীয়।