ডিজিটাল ডেস্ক ১লা অগাস্টঃ নতুন মাসে আবারও সস্তা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার (৩১ জুলাই) থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা(Commercial LPG Price)।
এই নতুন দাম আজ থেকেই সারা দেশে কার্যকর হতে চলেছে। অর্থাৎ রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসাগুলি কিছুটা হলেও স্বস্তি পেল এলপিজির খরচে। এই দাম হ্রাসের ফলে রাজধানী দিল্লিতে এখন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১ হাজার ৬৩১ টাকা ৫০ পয়সা। বিভিন্ন রাজ্যেও সেই অনুপাতে কমেছে দাম।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও ঘরোয়া গ্যাসের দামে কোনও পরিবর্তন নেই। অর্থাৎ, সাধারণ মানুষের জন্য সুখবর এখনও অধরা। কারণ ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এখনও সেই দামই কার্যকর রয়েছে। বর্তমানে চারটি বড় শহরে ঘরোয়া গ্যাসের দাম কিছুটা এমন – দিল্লি: ৮৫৩, কলকাতা: ৮৭৯, মুম্বই: ৮৫২.৫০ এবং চেন্নাই: ৮৬৮.৫০ টাকা।
২০২৪ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হচ্ছে:
- এপ্রিল: ১৯ কেজির সিলিন্ডারে দাম কমে ৪১ টাকা
- জুন: কমানো হয় ২৪ থেকে ২৫.৫০ টাকা
- জুলাই: কমানো হয় ৫৮.৫০ টাকা
- অগস্ট (৩১ জুলাই ঘোষিত): কমানো হল ৩৩.৫০ টাকা
এই ধারাবাহিক মূল্যছাড় মূলত হোটেল-রেস্তোরাঁ ব্যবসা ও বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের কিছুটা সাশ্রয় এনে দিচ্ছে। তবে সাধারণ গৃহস্থের গ্যাসের খরচে কোনও হেরফের না হওয়ায় অসন্তোষ থেকেই যাচ্ছে।