Coochbehar Bunker Recovered : কোচবিহারে রহস্যজনক বাঙ্কার!

15

অমিত সরকারের কলমে

কোচবিহার, ২৪ মে : কোচবিহারের ভেটাগুড়িতে টিনের বেড়া দিয়ে ঘেরা রহস্যজনক বাড়িতে বাঙ্কার (Coochbehar Bunker Recovered)! চিন্তায় গ্রামবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানিয়েছেন, রাত হলেই বাড়িতে আনাগোনা শুরু হত বহিরাগতদের। যাতায়াত করত নানা ধরনের গাড়ি। দিনহাটার ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি গ্রামের রহস্যময় ওই বাড়িটিকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য গত মঙ্গলবার বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অভিযানের সময় বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

তারপর থেকে আরও জটিল হয়েছে রহস্য। ওই বাড়িতে ঘাঁটি গেরে কি পাচারচক্রের কারবার চলছিল, নাকি করা হচ্ছিল নাশকতার ছক? যদিও আজ শনিবার পর্যন্ত এই বিষয়ে পুলিশের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। প্রসঙ্গত পুলিশি অভিযানের পর থেকেই গোটা বাড়িটি ভাঙচুর হওয়া অবস্থায় পড়ে রয়েছে। তবে কারা বাড়িটিতে ভাঙচুর চালাল তা-ও স্পষ্ট নয়। শনিবার বিকেল ৩:২০ মিনিট নাগাদ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা মৌমিতা বর্মন বলেন রহস্যময় বাড়িটি মাস ছয়েক আগে তৈরি হয়েছিল। হোসেন আলি, তার দুই ছেলে হাসান, ওসমান এবং পরিবারের আরও দু-তিনজন সদস্য সেখানে থাকতেন। চলতি মাসের শুরুর দিকে গাঁজা পাচার করতে পুণ্ডিবাড়ি থানার পুলিশের হাতে গিয়ে ধরা পড়ে ওসমান। সে খবর জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল।

মৌমিতা আরও জানান রহস্যজনক বাড়িটি তৈরির কিছুদিন পর থেকেই বাড়িটি সম্পর্কে নানা রসহ্যজনক তথ্য শোনা যাচ্ছিল। নানা ধরনের গাড়ি রাতে বাড়িটি থেকে বের হত। সম্প্রতি বাড়িটির চারদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। গ্রামের বাড়িতে সিসি ক্যামেরা দেখে প্রতিবেশীরাও অবাক হয়েছিলেন। পুলিশ অভিযানের পর সবকিছু জানতে পারেন সকলে।

গোটা ঘটনায় এলাকার মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Comments are closed.