Corona in West Bengal : রাজ্যে ফের করোনার থাবা, আক্রান্ত ২

9

ডিজিটাল ডেস্ক, ২৪ মে : রাজ্যে আবারও করোনার উদ্বেগ বাড়ছে। মগরাহাটে দুইজনের শরীরে সংক্রমণের হদিস মিলেছে—একজন বছর কুড়ির তরুণী এবং এক কিশোর (Corona in West Bengal)। প্রথমে তাঁদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, এরপর চিকিৎসার জন্য তাঁরা ডায়মন্ড হারবার হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, দুজনেই করোনা পজিটিভ। এই সংক্রমণের খবরে সতর্কতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বছর কুড়ির ওই তরুণী ও কিশোরের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে সমীক্ষা চালানো হচ্ছিল। নমুনা পরীক্ষার পর তাঁদের রিপোর্ট আসে কোভিড পজিটিভ। বর্তমানে দুই আক্রান্তের শারীরিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য আধিকারিকরা। সংক্রমণের বিষয়টি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। পাশাপাশি, মগরাহাট এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছে, জনসাধারণকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বিস্তারিত আসছে……

Comments are closed.