Corona Update : বাড়ছে করোনা! দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার পার!

36

ডিজিটাল ডেস্ক, ২৬ মে : ভারতে আবারও কোভিডের সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা পুনরায় হাজারের গণ্ডি পার করেছে (Corona Update)। বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১,০৯ জনে। রবিবার একদিনেই নতুন করে ২৫৭ জন কোভিড আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কোভিড সংক্রমণে। মহারাষ্ট্রেও সংক্রমণ দ্রুত বাড়ছে—একদিনেই রাজ্যে ৪৩ জনের কোভিড শনাক্ত হয়েছে।

বঙ্গে কোভিড নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পরিসংখ্যান বলছে, নতুন করে ৪ জন আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১। তাঁরা সকলেই সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন। শ্বাসকষ্ট-সহ অন্যান্য উপসর্গের উপর নজর রাখা হচ্ছে, যাতে বোঝা যায় ভাইরাসের প্রভাব কতটা গভীর।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান করোনা পরিস্থিতি দেখে পুরনো কোভিড বিধি আবার ফিরতে চলেছে। জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষত বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। প্রশাসন আশ্বস্ত করেছে যে, যদি নতুন করে করোনার ঢেউ আসে, তবে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা এখন অন্যান্য রোগের মতোই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও চিকিৎসকরা অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন, বরং জ্বর, সর্দি-কাশি, শরীরে ব্যথার মতো উপসর্গগুলোর প্রতি নজর রাখতে বলছেন।