Corona Update Bengal : বাড়ছে করোনা! গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে কোভিড আক্রান্ত চার! এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড আক্রান্ত ১১
ডিজিটাল ডেস্ক, ২৫ মে : বঙ্গে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্যদপ্তরের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন, ফলে বর্তমানে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ (Corona Update Bengal)। সমস্ত রোগীই সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি, এবং তাঁদের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে, যাতে বোঝা যায় করোনা ভাইরাস তাঁদের শরীরে কতটা প্রভাব ফেলেছে।
শনিবার পর্যন্ত রাজ্যে কোভিড রোগীর সংখ্যা ছিল ৭, যাদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট হাসপাতালে দু’জন চিকিৎসাধীন ছিলেন। রবিবার স্বাস্থ্যদপ্তরের তথ্যে প্রকাশ, রাজ্যে মোট ১১ জনের শরীরে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন, যাদের RT-PCR পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই রোগীরা বেলেঘাটা আইডি, এনআরএস-সহ সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, রাজ্যে পুনরায় কোভিড বিধি ফিরতে পারে। জনবহুল এলাকায় মাস্ক পরা জরুরি, বিশেষ করে বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগতে থাকা মানুষদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। দেশজুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যেই দিল্লি ও কেরলে কোভিড বিধি জারি করা হয়েছে।
তবে বাংলায় পরিস্থিতি এখনও ততটা উদ্বেগজনক নয়। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, নতুন করে করোনার ঢেউ এলে মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কোভিড এখন অন্যান্য রোগের মতোই আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাচ্ছে।
Comments are closed.