Corona Update: খড়্গপুর IIT-তে কোভিড সংক্রমণ, আক্রান্ত বাংলার এক চিকিৎসক দম্পতিও

113

২৯ মে ডিজিটাল ডেস্ক:  খড়্গপুরের আইআইটি-তে কোভিড সংক্রমণ, আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের এক চিকিৎসক দম্পতি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, নির্দেশিকায় মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মেদিনীপুর ও পুরুলিয়া: দিল্লি, মুম্বাই, কেরলের পাশাপাশি বাংলাতেও করোনার সংক্রমণের খবর আসছে। কলকাতায় ইতোমধ্যে দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে। এবার একাধিক জেলায় আক্রান্ত হওয়ার খবর । খড়্গপুর আইআইটি-তে করোনা আক্রান্ত হওয়ার তথ্য সামনে এসেছে। জরুরি ভিত্তিতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে, পুরুলিয়া সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন।

খড়্গপুর আইআইটি-তে এক ছাত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ২৬ বছরের ওই ছাত্রের কোভিড পজিটিভ রিপোর্ট বুধবার আসে। জানা যায়, তার বেশ কিছু উপসর্গ ছিল, যেমন জ্বর, সর্দি-কাশি, এবং গন্ধ না পাওয়া। মঙ্গলবার তার নমুনা পরীক্ষা করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানান, জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে কলেজ ক্যাম্পাসে নিজেদের আবাসে আইসোলেশনে রয়েছেন। জানা যায়, সম্প্রতি তারা বেঙ্গালুরু থেকে ফিরে এসেছিলেন এবং এরপরই তাদের জ্বর, শরীরব্যথা শুরু হয়। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের কোভিড সংক্রমণ ধরা পড়ে। আপাতত তারা আইসোলেশনে আছেন। হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।