COVID-19 Spreading Again : ফের করোনার আতঙ্ক?

13

ডিজিটাল ডেস্ক, ১৬ মে : ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হংকং ও সিঙ্গাপুরে করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এশিয়ার এই দুই বৃহত্তম শহরে সংক্রমণের ঊর্ধ্বগতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে (COVID-19 Spreading Again)।

হংকংয়ে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে, ৩ মে পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩১-এ, এবং হাসপাতালে আক্রান্তদের ভিড় বাড়ছে। অন্যদিকে, সিঙ্গাপুরে সংক্রমণের হার গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেই মোট আক্রান্তের সংখ্যা ১৪,২০০-তে পৌঁছেছে। তাঁদের মধ্যে ৩০ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নির্দেশ করে যে নতুন ভ্যারিয়েন্ট আগের তুলনায় বেশি সংক্রামক।

চিনেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে, গত পাঁচ সপ্তাহের তুলনায় সেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়েছে। এদিকে, এপ্রিলে থাইল্যান্ডেও করোনা সংক্রমণের বৃদ্ধি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এই অবস্থায় অনেকেই আশঙ্কা করছেন, তবে কি ভারতেও ফের করোনা মাথা চাড়া দেবে? তবে বিশেষজ্ঞদের মতে, এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৯৩। প্রশাসনের ধারণা, নতুন করে সংক্রমণের কোনো বড় ঢেউ ভারতের উপর আছড়ে পড়বে না।

২০১৯ সালের শেষদিকে চিন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস, যার ফলে বিশ্বজুড়ে ৭০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। অতিমারীর সেই বিভীষিকাময় দিন আর যাতে ফিরে না আসে, এটাই সবার কামনা। তবে বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস আবারও উদ্বেগ বাড়াচ্ছে।

Comments are closed.