Delhi CM Rekha Gupta: রাজধানীর মুখ্যমন্ত্রীর উপর হামলা বছর পঁয়ত্রিশের যুবকের !প্রশ্নে মহিলা সুরক্ষা ?
ডিজিটাল ডেস্ক ২০শে জুলাইঃ নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ, বুধবার সকালে তাঁর বাসভবনে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সিভিল লাইনস পুলিশ স্টেশনে(Delhi CM Rekha Gupta)। ২৭ বছর পর আবারও দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতীশি মার্লেনার পরে দিল্লির মসনদে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশের সাথে সাথে বিরোধীদের প্রশ্নে আরও একবার দিল্লীর মহিলা সুরক্ষা । তাদের বক্তব্য রাজধানীতে যেখানে স্বয়ুং মহিলা মুখ্যমন্ত্রী নিরাপদ নয়। সেখানে দিল্লিতে মহিলাদের সুরক্ষা কোথায় ?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে জনশুনানি চলছিল। সাধারণ মানুষের অভাব, অভিযোগ শোনার জন্য সপ্তাহে একদিন এই জনশুনানি চলে তাঁর বাড়িতে। বিজেপির কয়েকজন নেতা জানিয়েছিলেন, জনশুনানি চলাকালীন জনতার মাঝখান থেকে উঠে এসে এক যুবক হামলা চালায়। যুবকের বয়স ৩৫ বছরের আশেপাশে হবে।
জানা গিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন শুনানি’ অর্থাৎ জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ঘটে এই ঘটনা। সূত্রের খবর, ‘জন শুনানি’ চলাকালীন আচমকা চিৎকার করতে করতে সেই ঘরে ঢুকে আসেন এক বছর ৩০-এর যুবক। আচমকা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছে পৌঁছে গিয়ে তাঁকে আক্রমণ করেন। শারীরিক ভাবে আরও আঘাত করার চেষ্টা করার আগেই হামলাকারীকে ধরে ফেলে পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজও করেন অভিযুক্ত। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উপর হামলা করার আগে তাঁর হাতে কিছু কাগজপত্রও দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত।
জনসমক্ষে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনার পরেই যুবককে আটক করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়ির আশেপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন,’সাধারণ জনতার মধ্যে থেকেই এক যুবক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালিয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত করে দেখা উচিত, রাজনৈতিক কারণেই মুখ্যমন্ত্রীর উপর হামলা হল কিনা।’হরিশ খুরানা আরও জানিয়েছেন, জনশুনানি চলাকালীন ওই যুবক তেড়ে এসে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুল টেনে ধরে। এরপর সজোরে চড় মারে তাঁকে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর এমন হামলার পরেই বিজেপি নেতাদের অনুমান, রাজনৈতিক কারণে, পরিকল্পনামাফিক তাঁর উপরে হামলা করা হয়েছে। বিজেপি নেতা ও দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসার বক্তব্য, বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ভাল কাজ সহ্য করতে পারছে না। এই ঘটনার পরেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেত্রী অতীশি তীব্র প্রতিবাদ করেছেন। গণতন্ত্রে হিংস্রতার কোনও স্থান নেই বলেই মন্তব্য করেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশির কথায়, ‘দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা অত্যন্ত ঘৃণ্য কাজ। গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদ অবশ্যই ঠাঁই পাবে। এই ঘৃণ্য ঘটনার জেরে দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, ”এই ঘটনা খুবই নিন্দাজনক। মুখ্যমন্ত্রী গোটা দিল্লিকে নেতৃত্ব দেন।” একই সঙ্গে মহিলা নিরাপত্তা নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছে। কংগ্রেস নেতার কথায়, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে একজন সাধারণ মহিলা কীভাবে নিরাপদ থাকবেন?