Delhi School Bomb Threat : দিল্লির ৫০টি স্কুলে হুমকি ইমেল! বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি!

45

ডিজিটাল ডেস্ক, ২০ অগাস্ট : বুধবার সকালেই দিল্লির মালব্যনগর ও করোল বাগ এলাকার দুইটি স্কুলে ইমেল মারফত বোমা হামলার হুমকি আসে। তবে সময় যত গড়িয়েছে, হুমকির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০টি স্কুলে। যদিও ঠিক কোন কোন স্কুলে এই হুমকি এসেছে, তা এখনও প্রকাশ করেনি দিল্লি পুলিশ।

সব ক্ষেত্রেই ইমেলের মাধ্যমে স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে (Delhi School Bomb Threat)। হুমকি পেয়েই সংশ্লিষ্ট স্কুলগুলি দ্রুত খালি করে তল্লাশি শুরু করে পুলিশ ও বম্ব স্কোয়াড। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। তল্লাশি এখনও চলছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি।

সন্দেহজনক কিছু না মিললেও তদন্ত থামাচ্ছে না দিল্লি পুলিশ। ইমেলগুলি এখনও ভুয়ো বলেও ঘোষণা করতে নারাজ তারা। যে ইমেল আইডি থেকে এই হুমকিগুলি পাঠানো হয়েছে, তা বিশদে খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লির এক পুলিশ কর্তা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই স্কুলগুলি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনওরকম ঝুঁকি না থাকে।

প্রসঙ্গত, সোমবারই দিল্লির অন্তত ৩২টি স্কুলে বোমা হামলার হুমকি এসেছিল, যদিও পরে জানা যায়, সেগুলি সবই গুজব ছিল। তার দুই দিনের মাথায় ফের একই ধরনের হুমকি এল আরও ৫০টির বেশি স্কুলে— যা ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী জুড়ে। নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।

জানা গেছে, বুধবার সকালে হুমকি বার্তা পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে মালব্যনগর ও করোল বাগের দুই স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্নিফার ডগ, বম্ব ডিজপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনী।

দুই স্কুল ও আশপাশের এলাকা তন্নতন্ন করে তল্লাশি চালানো হলেও কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। পরে বাকি যেসব স্কুলে একই ধরনের হুমকি এসেছিল, সেখানেও একইভাবে তল্লাশি চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গোটা ঘটনার তদন্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ ধরনের হুমকি রাজধানীর জন্য নতুন নয়। এর আগেও, গত সোমবার অন্তত ৩২টি স্কুলে উড়ো ফোন আসে— যাতে বলা হয়, স্কুলগুলিতে বোমা রাখা রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছিল, সেদিন সকাল ৭টা ৩০ থেকে দুপুর ১২টা ২৫-এর মধ্যে একাধিক স্কুলে ফোনের পাশাপাশি ইমেল মারফতও হুমকি পাঠানো হয়। সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয় প্রতিটি স্কুলে।

তবে শেষ পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই হুমকিগুলি সম্পূর্ণভাবে ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর চেষ্টা।