ডিজিটাল ডেস্ক ২১ অগাস্টঃ চার দিনে এই নিয়ে তৃতীয়বার দিল্লির স্কুলে বোমাতঙ্ক। বৃহস্পতিবার নতুন করে রাজধানীর ছ’টি স্কুল ওড়ানোর হুমকি ইমেল আসে। দ্রুত স্কুলগুলি ফাঁকা করে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং দমকল বাহিনী। নিরাপত্তার বিষয়ে কোনও রকম ঝুঁকি নেয়নি স্কুল কর্তৃপক্ষও। তবে এখনও পর্যন্ত বিস্ফোড়ক বা সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে(Delhi School News)।
পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৬টা ৩৫ এবং ৭টা ৪৮ মিনিটে রাজধানীর ছয়টি স্কুলে হুমকি ইমেল আসে। এর মধ্যে রয়েছে প্রসাদ নগরের অন্ধ্রা স্কুল, বিজিএস ইন্টারন্যাশনাল স্কুল, রাও মান সিং স্কুল, কনভেন্ট স্কুল,ম্যাক্স ফোর্ট স্কুল এবং দোওয়ারকার ইন্দ্রপ্রস্থ ইন্টারন্যাশনাল স্কুল। পুলিশ, দমকল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
গত চার দিনে এই নিয়ে তৃতীয়বার দিল্লির স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এল। বুধবার সকালেই দিল্লির মালব্যনগর ও করোল বাগের দু’টি স্কুল ওড়ানোর হুমকি ইমেলে মেলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা দুই থেকে ৫০-এ পৌঁছয়। যদিও স্কুলগুলির তালিকা জানায়নি দিল্লি পুলিশ। তবে সব ক্ষেত্রে ইমেল মারফতই স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। দ্রুত স্কুলগুলি ফাঁকা করে তল্লাশি শুরু হয়।
এর আগে গত সোমবার অন্তত ৩২টি স্কুলে উড়ো ফোন যায়, সেখানে বোমা রাখা আছে বলে। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তল্লাশি করে কোথাও কিছুই পাওয়া যায়নি। দিল্লির দমকল বিভাগ জানিয়েছিল, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত সময়কালের মধ্য়েই স্কুলগুলিতে ফোন করা হয়েছিল। এসেছিল হুমকি মেলও। এদিনের মতো সেই সময়ও বম্ব ডিজপোজাল ও ডগ স্কোয়াড নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। পরে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় ওই হুমকির পুরোটা গুজব।