DHUBRI: পঞ্চায়েত সদস্যাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি
DHUBRI: ধুবড়িতে নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে জয়ী মহিলা সদস্যকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল। বিরোধী দলের গুন্ডারা পঞ্চায়েতে জয়ী সদস্যের স্বামীকেও খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ।
পঞ্চায়েত সদস্যাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি
পরাজিত বিরোধী দলের দিকে অভিযোগের তির
বিরোধী দলের দুষ্কৃতীদের প্রকাশ্যে গুন্ডামি
পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের হুমকির অভিযোগ
সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর জয়ী সদস্যদের উপরে শুরু হয়েছে গুন্ডামি। ধুবড়িতে এক পঞ্চায়েত সদস্যাকে প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি, পঞ্চায়েত সদস্যের স্বামীকেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ধুবড়ির ৩৫ নং পরারচর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য।
পঞ্চায়েত সদস্য হালিমা খাতুনকে ধর্ষণের হুমকির অভিযোগ পরাজিত এক প্রার্থীর স্বামী আফজালুর রহমান পরামানিক, হাফিজ উদ্দিন এবং ইব্ৰাহিম খানের বিরুদ্ধে।
প্রকাশ্যে ধ*র্ষণের হুমকি দেবার পর পঞ্চায়েত সদস্য হালিমা খাতুন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
নির্বাচনে জয়ী হবার পর গ্রাম পঞ্চায়েতের ২ মহিলা সদস্য এবং তাঁদের স্বামীদের হুমকি দেওয়ার অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে। ধুবড়ির ৩৫ নং পরারচর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী কোহিনুর বেগমের স্বামী মিজানুর রহমান। মিজানুরের অভিযোগ, বিরোধীরা তাঁর স্ত্রী এবং তাঁর বিরুদ্ধে অপ্রচারের নেমেছে। এব্যাপারে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে সতর্ক করে দেন।
নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাঁদের স্বামীদের হুমকি, হয়রানির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পঞ্চায়েতের মহিলা সদস্যরা আতঙ্কে গৃহবন্দি হয়ে পড়েছেন। পরাজয়ের পর বিরোধী দলের এধরনের কার্যকলাপ জন প্রতিনিধিদের কাজে বাধার প্রাচীর তুলছে। নিরুপায় হয়ে ২ সদস্যের স্বামীরা পুলিশের দ্বারস্থ হবার কথা ভাবছেন।