Diamond Harbour Fake Voter : চার বছরে কি তবে ১৫ শতাংশ ভোটার বেড়েছে ডায়মন্ড হারবারে? অভিষেককে নিশানা অনুরাগের
ডিজিটাল ডেস্ক, ১৩ অগাস্ট : এসআইআর ইস্যুতে তৃণমূল ও কংগ্রেসকে একসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Diamond Harbour Fake Voter)। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন ভোটার তালিকা নিয়ে “চোরাগোপ্তা রাজনীতি” করার অভিযোগে।
বিরোধীরা যেখানে এসআইআর-কে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়ে স্লোগান তুলছে, সেখানে অনুরাগ পালটা অভিষেকের নিজস্ব লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়েই তুললেন বিস্ফোরক অভিযোগ। তাঁর দাবি, গত চার বছরে ডায়মন্ড হারবারের ৩০১টি বুথে ভোটারের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে—কিছু ক্ষেত্রে এই বৃদ্ধি ১৫ শতাংশ পর্যন্ত। আর এই সমস্ত বুথেই জিতেছে তৃণমূল কংগ্রেস।
অনুরাগ প্রশ্ন তোলেন, “তাহলে কি ভুয়ো ভোটারদের সাহায্যেই জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?” তাঁর বক্তব্য, এসআইআর প্রয়োজন বলেই এই ধরনের বেআইনি বৃদ্ধি ধরা পড়ছে, আর তাই বিরোধীরা আতঙ্কে তা বন্ধ করতে চাইছে।
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানায় রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাহুলের লোকসভা কেন্দ্র ওয়ায়নাডে রয়েছে অন্তত ১৯ হাজার ৫১২ জন ভুয়ো ভোটার, ৭১ হাজার ৯৭৭ জনের ঠিকানা ভুয়ো, এবং মোট ৯২ হাজার ৭৪৭ জন সন্দেহজনকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর জেতা কেন্দ্র ওয়েনাড়ও ছাড়েননি অনুরাগ। তাঁর দাবি, সেখানে ৯৩ হাজার ৪৯৯ জন ভোটার সন্দেহের তালিকায় রয়েছেন। এর মধ্যে ২০ হাজার ৪৩৮ জন ভুয়ো ভোটার, ১৭ হাজার ৪৫০ জনের ঠিকানা ভুয়ো এবং ৫১ হাজার ৩৬৫ জনের নাম গণহারে ভোটার তালিকায় তোলা হয়েছে বলে অভিযোগ।
এসআইআর (বিশেষ নিবিড় পুনর্বিবেচনা) নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোরের মধ্যে অনুরাগের এই তথ্য তুলে ধরা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীরা যেখানে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে, সেখানে বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে ভুয়ো ভোটারের ‘তালিকা’ তুলে ধরার চেষ্টা কার্যত বিরোধীদের অভিযোগকেই ঘুরিয়ে স্বীকৃতি দেওয়ার সামিল। পরিস্থিতি আরও রাজনৈতিক রং নিচ্ছে বলেই মনে করছেন তারা।