Digha Rath Celebration:কড়া নিরাপত্তায় সৈকত নগরী,উল্টোরথেও উৎসব মুখর দীঘা

14

ডিজিটাল ডেস্ক ৫ই জুলাইঃ মাসির বাড়ি থেকে আজ, শনিবার মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উল্টোরথ দেখতে দিঘায় ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। উইকএন্ডে স্বাভাবিক ভাবেই ভিড় বেশি হবে বলেই মনে করছে পুলিশ, প্রশাসন। জগন্নাথ দেবের মন্দিরেও ভক্তরা দলে দলে দেবদর্শনে আসছেন । কারণ সেখানে পাথরের জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি রয়েছে। উল্টো রথযাত্রায় সৈকত শহর দিঘা আলোকসজ্জায় সেজে উঠেছে। উল্টোরথকে ঘিরেও ভক্তদের মধ্যে একই রকম উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সে জন্য আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দিঘার উল্টোরথের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন অভিনেতা সাংসদ দেব ও জুন মালিয়া। রয়েছেন রাজ্যের ছয় মন্ত্রী । সব মিলিয়ে উল্টোরথেও উন্মাদনায় ভাসছে সৈকত নগরী দিঘা। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তার দু’পাশ। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘শুক্রবার বিকেল থেকে ওল্ড দিঘায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাইপাস হয়ে নিউ দিঘা পর্যন্ত যান চলাচল করবে(Digha Rath Celebration)।’

প্রশাসন মনে করছে এদিন লক্ষাধিক মানুষের সমাগম হবে। রথ টানার সময়ে কোনওভাবে যাতে বিশৃঙ্খলা না-ঘটে তার জন্যে মাসির বাড়ি থেকে মূল মন্দির পর্যন্ত এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি ফেরা সুষ্ঠু ও নিশ্চিত করতে দিঘা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এরজন্য শুক্রবারই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়েছে দিঘা উন্নয়ন পর্ষদে। জানা গেছে, শনিবার দুপুর ২টোয় মাসির বাড়ির মন্দিরের প্রবেশদ্বার থেকে জগন্নাথ ধামের উদ্দেশে রথ টানা শুরু হবে। বিকেল ৪টের মধ্যেই রথকে মন্দিরে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রথযাত্রার রীতি অনুযায়ী ৮ জুলাই পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথেই অধিষ্ঠিত থাকবেন। কারণ পুরাণের প্রথা অনুযায়ী জগন্নাথ দেবের সহধর্মিনী মা লক্ষ্মী অভিমান করে জগন্নাথ দেবকে মন্দিরে ঢুকতে দেন না । এরপর সুনাবেশা অনুষ্ঠানে তাঁদের সোনার অলঙ্কারে সাজানো হবে । সবশেষে নীলাদ্রি বিজয়ের মাধ্যমে তাঁরা মন্দিরের গর্ভগৃহে ফিরবেন। তবে গত ২৭শে জুন থেকেই মাসিরবাড়ির মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে আছে।

শুক্রবার রাত থেকেই পর্যটরা হাজির হয়ে গিয়েছেন দিঘায়। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘উল্টোরথে ভালো ভিড় হবে দিঘায়।’উল্টোরথের দিন মাসির বাড়িতে ১০ হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে বলে জানিয়েছেন মাসির বাড়ি মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান। দিঘা মন্দির ট্রাস্টি কমিটির সদস্য ও ইস্কনের (কলকাতা) ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন,‘ধর্মীয় আচারবিধি মেনে উল্টো রথের দিন রথে চড়ে মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতিদিনের মতো উল্টোরথের দিনও রাজভোগ, পিঠে-সহ ৫৬ ভোগ নিবেদন করা হবে।’ প্রায় দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। দমকল ও অ্যাম্বুল্যান্সের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ সহ ছয়মন্ত্রী-অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন এবং পুলক রায় রথযাত্রার নেতৃত্ব দেবেন।