Dilapidated Building Collapses: শহরে আবারও বাড়ি বিপর্যয়,ভেঙ্গে পড়ল এন্টালির বিপজ্জনক বাড়ি

58

ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ শহরে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক একটি বাড়ি। এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ঘটনা। ওই গলির এক নম্বর বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃহস্পতিবার। আহত ২।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু দিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। বারবার পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই এই বিপত্তি(Dilapidated Building Collapses)।

কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে পড়ে বাড়িটি। আচমকা একাংশ ভেঙে পড়ায় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের দোকানপাটও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার কাজে হাত লাগান আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, শহরের বিভিন্ন প্রান্তে গত কয়েক সপ্তাহ ধরেই পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা বাড়ছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে শহরবাসী।

পুরসভা সূত্রে খবর, ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর নতুন করে তালিকা করা হচ্ছে। সেই তালিকাভুক্ত বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে ততদিন পর্যন্ত শহরের বহু পুরনো বাড়ির বাসিন্দারাই রোজ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।