Dilip Ghosh At Delhi : জল্পনা উস্কে দিল্লির পথে সস্ত্রীক দিলীপ ঘোষ!

11

ডিজিটাল ডেস্ক, ৯ জুলাই : বুধবার দুপুরে বৃষ্টির মধ্যেই স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “দলের এক শীর্ষ নেতা আমাকে দিল্লি ডেকেছেন। মূলত তাঁর সঙ্গেই আলোচনা করতেই যাচ্ছি।” তিনি জানান, বাংলায় বিজেপির আরও বিস্তার এবং সংগঠন মজবুত করার বিষয়ে কথাবার্তা হবে। তবে ঠিক কোন নেতা তাঁর সঙ্গে বৈঠকে বসছেন, সে বিষয়ে কিছু জানাননি বর্ষীয়ান এই বিজেপি নেতা (Dilip Ghosh At Delhi)।

সফরের আগে দিলীপ ঘোষের মন্তব্য—“দলের বড় নেতা ডেকেছেন”—ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কি তবে দিলীপ ঘোষ ফিরছেন তাঁর পুরনো মেজাজে? অনেকে মনে করছেন, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের অর্থ হতে পারে দলীয় সংগঠনে তাঁর গুরুত্ব আবার বাড়ছে। তিনি কি নতুন করে কোনও দায়িত্ব বা পদ পেতে চলেছেন?

এই সব জল্পনার জবাবে দিলীপ ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছেন, “পুরনো কর্মীরাই রক্ত-ঘাম ঝরিয়ে দল গড়েছেন, তাঁদের যথাযথ গুরুত্ব পাওয়া উচিত। যখন দল ক্ষমতার কাছাকাছি আসে, তখন অনেকেই আসেন—সবাই আদর্শ নিয়ে আসেন না। তাই সবাইকে নিয়েই চলতে হবে, পরিবেশ ইতিবাচক করে তুলতে হবে।” সম্প্রতি দিলীপ ঘোষকে ঘিরে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছিল—কখনও তৃণমূলে যোগ দেওয়ার গুজব, কখনও নতুন রাজনৈতিক শিবির গড়ার সম্ভাবনা। এবার সেই সব জল্পনায় জল ঢেলে দিলীপ কটাক্ষের সুরে বলেন, “যাঁরা আমাকে তৃণমূলে পাঠিয়েছিলেন, নতুন দলের নেতা বানিয়েছিলেন, তাঁরা নিশ্চয় খুব কষ্টে আছেন এখন। কাল রাত থেকেই আবার মিটিং চলছে, কীভাবে নতুন ফান্ডা বের করা যায় সেই চেষ্টায় ব্যস্ত।”

দিলীপ ঘোষ স্পষ্ট করে বলছেন, “অনেক কিছু আগেই থেকে চলছিল। পার্টির মিটিংয়ে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হত না। অথচ আমি দল ছেড়ে যাইনি, কাজ করে গিয়েছি। একজন-দু’জন আমাকে দলছাড়া করতে চেয়েছিল, তারাই চেষ্টা চালিয়েছিল। কিন্তু যে পার্টি আমি দাঁড় করিয়েছি, সেই দল আমি কেন ছাড়ব?” যাঁরা তাঁকে দলের বাইরে ঠেলে দিতে চেয়েছিলেন, তাঁদের নাম না করেই ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন দিলীপ। যদিও সরাসরি কারও নাম নেননি, তবে রাজনৈতিক মহলের মতে, তাঁর এই বক্তব্যের লক্ষ্য শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার জুটি।

লোকসভা ভোটে তাঁকে মেদিনীপুরের পরিবর্তে দুর্গাপুর থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দিলীপ। তিনি ঘুরিয়ে মনে করিয়ে দেন, সেই সিদ্ধান্ত সঠিক ছিল না। সব মিলিয়ে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজের ক্ষোভ-অভিমান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, তিনি এখনও দলের ভেতরের অনেক বিষয়েই খুশি নন—তবে দল ছাড়ার কোনও প্রশ্নই নেই।

একই সঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট করে বলেন, “দলের সঙ্গে আমার কোনও লেনদেনের সম্পর্ক নয়। অনেকের কাছে রাজনীতি পেশা, কারও কাছে কাজ—কিন্তু আমার কাছে এটা একটা মিশন। দল যখন দায়িত্ব দিয়েছে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এখনও দলের সঙ্গেই আছি, ভবিষ্যতেও থাকব।”