Dilip Ghosh on Son Death : আমার দুর্ভাগ্য, পুত্রসুখ হয়নি, পুত্রশোক হল, শোকগ্রস্থ দিলীপ

17

ডিজিটাল ডেস্ক, ১৩ মে : স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যজনক মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Son Death)। মঙ্গলবার বিকেলে তিনি শ্মশানে উপস্থিত হন। বেদনার্ত কণ্ঠে বিজেপি নেতা বলেন, “আমার দুর্ভাগ্য, পুত্রসুখ পাওয়া হয়নি, পুত্রশোকে ডুবে যেতে হল। কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো, কিছুই বুঝতে পারছি না।”

মঙ্গলবার সকালে সাপুরজি আবাসনের নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়কে। খবর পেয়েই সেখানে ছুটে যান মা, তবে সকাল থেকে সৎবাবা দিলীপ ঘোষকে দেখা যায়নি। বিকেলে শ্মশানে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়, বিষাদের ছাপ স্পষ্ট। অল্প কয়েক মাসের সম্পর্কেই সৃঞ্জয় তাঁর কাছে অত্যন্ত আপন হয়ে উঠেছিলেন। একসঙ্গে খেলা দেখতে যাওয়ার স্মৃতি এখনও তাঁর মনে গেঁথে আছে। শ্মশানে দাঁড়িয়ে বিজেপি নেতা সেইসব স্মৃতির কথা স্মরণ করেন।

বেদনাহত কণ্ঠে দিলীপ ঘোষ বলেন, “বুঝতে পারছি না কীভাবে এমন একটি তরতাজা ছেলে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেল। সকালে রান্নারদিদি ওর মাকে ফোন করে, সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান। তারপরই সব জানা যায়। ওর মা একা, জানি না কীভাবে নিজেকে সামলাবে।” হতাশার সুরে তিনি আরও বলেন, “এটা আমার দুর্ভাগ্য। পুত্রসুখ পাইনি, পুত্রশোকে ডুবে যেতে হল।”

সূত্রের খবর অনুযায়ী, সৃঞ্জয় কিছুদিন ধরে স্নায়ুর সমস্যার ওষুধ নিচ্ছিলেন। সোমবার রাতে তিনি বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করেন, যেখানে তাঁর অফিসের দুই সহকর্মীও ছিলেন। একজন রাত দশটা-এগারোটার দিকে আসেন, আরেকজন আসেন রাত তিনটায়। পার্টির পর একজন যুবক সৃঞ্জয়ের সঙ্গে থেকে যান, তবে তিনি দুই বন্ধুর মধ্যে কেউ কি না, তা এখনো পরিষ্কার নয়। পরদিন সকালে, সৃঞ্জয়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।