Dilip Ghosh Son death : দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের রহস্যমৃত্যু

22

কলকাতা, ১৩ মে : বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্যমৃত্যু (Dilip Ghosh Son death)। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধান নগর হাসপাতালে। ময়নাতদন্তের জন্য পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। রিংকু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউ মুখ খুলছেন না।

পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত ১৮ এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মা রিঙ্কুর দ্বিতীয় বিয়ের দিন শহরে ছিলেন না ২৫ বছরের যুবক। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান প্রীতম এর নিয়মিত একটি ওষুধ চলত। তারই ওভারডোজে্র জেরেই মৃত্যু হয়েছে বলে অনুমান।

Comments are closed.