ডিজিটাল ডেস্ক, ২২ জুলাই : আজ বুধবার সকালে খড়গপুর শহরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়ার সময়ই প্রশ্ন ওঠে— ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি তিনি খড়গপুর থেকেই প্রার্থী হবেন? (Dilip On Election Candidature) রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এই প্রশ্নের জবাবে বেশ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “তোমরা যদি চাও, চেষ্টা করব।” তাঁর কথায় কিছুটা আক্ষেপের সুরও ধরা পড়ে। তিনি বলেন, “দল যা বলবে, তাই করব। দলের আমার কাছে কোনও দাবি নেই, আর আমারও দলের কাছে কিছু চাওয়ার নেই।”
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসন থেকে প্রার্থী হন তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি। সেই লড়াইয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে চমক দেন তিনি—খড়গপুরের আটবারের প্রবীণ বিধায়ক, কংগ্রেস নেতা জ্ঞানসিং সোহনপালকে পরাজিত করেন দিলীপ ঘোষ।
এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি, এবং সেখান থেকে জয়ী হয়ে সাংসদ হন। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষের বদলে বিজেপির প্রার্থী হন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যিনি পরে বিধায়ক নির্বাচিত হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তে দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন করে তাঁকে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়। তবে সেই নির্বাচনে জয় পাননি তিনি—পরাজিত হন।
আবার আসছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার অনেক চড়াই-উতরাই পেরিয়ে এগিয়েছে। এক সময় রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে মতবিরোধ, অভিমান করে দলীয় কর্মসূচি এড়িয়ে যাওয়া কিংবা দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে কোণঠাসা হয়ে পড়ার মতো পরিস্থিতিও দেখেছেন তিনি।
এই পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে—তবে কি ফের নির্বাচনের আগে জমি শক্ত করছেন দিলীপ? সেই প্রশ্নের মাঝেই দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন, যদি দল ও অনুগামীরা চান, তবে তিনি খড়গপুর থেকে প্রার্থী হতে প্রস্তুত।
পাশাপাশি তৃণমূল (TMC) দেবকে (Dev) ব্ল্যাকমেল (Blackmail) করে রাজনীতি করাচ্ছে। ভয়ে দেখিয়ে ভোট দাঁড় করানো হয় তাঁকে! ঘাটালের সাংসদকে (TMC MP) নিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সাফ কথা, ক্ষমতা থাকলে দেব রাজনীতি ছেড়ে দেখাক। কারণ উনি বারবার ঘাটালের (Ghatal) মানুষকে ধোঁকা দিচ্ছেন।
দিলীপ ঘোষ সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “দেব প্রতিবার বলে, ঘাটালের সমস্যার সমাধান না হলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রতিবারই ভোটে দাঁড়ায়। ও ভাল ছেলে, তবে একেবারেই নিকম্মা। এমন ছেলের থেকে ঘাটালের মানুষের কী লাভ?” তিনি আরও প্রশ্ন তোলেন—দেব কার চাপে রাজনীতি করছে? কার চাপে বারবার ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর জানা প্রয়োজন বলেই মত দিলীপের। এই প্রসঙ্গেই তিনি বিস্ফোরক দাবি করেন—দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতিতে টেনে রাখা হয়েছে। তাঁর অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস। নাম না করে দিলীপ তৃণমূলের দিকেই ইঙ্গিত করে বলেন, ঘাটালের মানুষের স্বার্থ নয়, বরং দলের স্বার্থেই দেবকে ব্যবহার করা হচ্ছে।