ডিজিটাল ডেস্ক ১৯শে জুলাইঃ প্যাহেলগাম হামলার ঘটনা গিয়েছে প্রায় তিন মাস অতিবাহিত। তার জেরে ভারত-পাক সংঘর্ষ ও তার বিরতির জল গড়িয়ে ছিল অনেকদূর। এই সংঘর্ষে বারংবারই মধ্যস্ততাকারী হিসেবে মধ্যমনি আদায়ের চেষ্টা করে এসেছে আমেরিকা। এবার আরও একধাপ এগিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্টের দাবি অপারেশন সিঁদুরের সময় ভারত-পাক সংঘাতে অন্তত ৪-৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তাঁর দাবি, “ভারত ও পাকিস্তানের যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছিল। দুই দেশ একে অপরের দিকে ক্রমাগত আঘাত হানছিল। আমার মনে হয় ওই সংঘাতে অন্তত ৪-৫টা যুদ্ধবিমান(fighter jet) ধ্বংস হয়েছে।” কোন পক্ষের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে? সে ইঙ্গিত ট্রাম্পের কথায় মেলেনি (Donald Tramp)।
শুক্রবার ফের ট্রাম্পের(donald tramp) গলায়,বাণিজ্য চুক্তির মাধ্যমে এই উত্তেজনা কমানো হয়েছে। তিনি বললেন,দুই দেশের মধ্যে পরিস্থিতি গুরুতর। পাঁচটি বিমান গুলি করে নামানো হয় মাটিতে এবং পরমাণু শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি করছিল। প্রেসিডেন্টের (precident)দাবি, বাণিজ্যকে অস্ত্র করে তিনি সংঘাতকে থামিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর'(operation sindoor) অভিযান চালায় ভারত। এর পরই দুই দেশের মধ্যে পরিস্থিতি তেতে ওঠে। পরস্পরকে লক্ষ্য় করে ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলে। শেষ পর্যন্ত ট্রাম্পই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। সেই থেকে বার বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। যদিও ভারত স্পষ্ট জানিয়েছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, ভারত ও পাকিস্তান পারস্পরিক সম্মতিতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
ভারত-পাক সংঘাত চলাকালীন পাকিস্তান দাবি করে ভারতের অন্তত ৬টা যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে একাধিক রাফালে জেটও(fighter jet) রয়েছে। পালটা ভারতও পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংসের দাবি করেছে। যুদ্ধবিমান ধ্বংস প্রসঙ্গে পরে ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নেন, সংঘাতে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যা উল্লেখ করেননি তিনি। পরে রাফালের প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন নিশ্চিত করে দেয়, যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটিমাত্র রাফালে যুদ্ধবিমান হারিয়েছে। সেটাও শত্রুর আঘাতে নয়, ব্যবহারিক ভুলের জন্য।
এখন প্রশ্ন হল, ভারতের একটি মাত্র জেট হারিয়ে থাকলে ট্রাম্প(donald tramp) ৪-৫টি জেট ধ্বংসের দাবি করছেন কীসের ভিত্তিতে? তাহলে কি সংঘাতে পাকিস্তানের যুদ্ধবিমান হারানোর খতিয়ানও দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট (precident)? নাকি পাকিস্তানের সুরে সুর মিলিয়ে তিনিও ভারতের ৪-৫টি জেট হারানোর দাবিতে সিলমোহর দিলেন?