Donald Trump on India Pakistan : প্রধানমন্ত্রীর বক্তৃতার আগেই বিস্ফোরক ট্রাম্প!

14

ডিজিটাল ডেস্ক, ১২ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই দেশকেই সংঘর্ষ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। এছাড়া, যুদ্ধের প্রভাব ব্যবসার উপর পড়বে বলে ভারত ও পাকিস্তানকে সতর্ক করেন। তিনি স্পষ্টভাবে বলেন, সংঘর্ষ বন্ধ করতে হবে, অন্যথায় তাদের সঙ্গে ব্যবসা করা হবে না (Donald Trump on India Pakistan)।

সোমবার হোয়াইট হাউসের একটি কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, ভারত ও পাকিস্তানের যুদ্ধ বন্ধের নেপথ্যে বড় কারণ ছিল ব্যবসা। তিনি জানান, দুই দেশের নেতারা নিজেদের অবস্থানে অটল ছিলেন। এছাড়া, দু’পক্ষের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বলেও তিনি দাবি করেন। ট্রাম্প আরও বলেন, আমেরিকা ভারত ও পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করতে প্রস্তুত। তিনি জানান, শীঘ্রই পাকিস্তানের সঙ্গে আলোচনাও শুরু হবে।

সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে, তাঁর বক্তৃতা শুরুর ঠিক আধ ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, গত শনিবার ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়, যার প্রথম ঘোষণা ট্রাম্পই করেন। ভারত বা পাকিস্তানের তরফে আনুষ্ঠানিক বিবৃতি আসার আগেই, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণা করেন। এছাড়া, তাঁর বক্তব্যে মার্কিন প্রশাসনের মধ্যস্থতার বিষয়টিও উল্লেখ ছিল। ট্রাম্পের ঘোষণার পর প্রথমে পাকিস্তান থেকে সরকারি বিবৃতি আসে, তারপর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সংঘর্ষবিরতির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

রবিবার, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি প্রসঙ্গে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেন যে, ভারত ও পাকিস্তান অনুধাবন করেছে যে ‘আগ্রাসন’ বন্ধ করার সময় এসেছে। তিনি সতর্ক করেন, এই সংঘাত চলতে থাকলে আরও বেশি মৃত্যু ও ধ্বংসের আশঙ্কা ছিল, যা লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণহানির সম্ভাবনা তৈরি করত। ঘটনাচক্রে, সেই পোস্টে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ইঙ্গিতও দেন ট্রাম্প। তিনি লেখেন, “যদিও এই বিষয়ে এখনও আলোচনা হয়নি, তবে আমি দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চলেছি।”

Comments are closed.