ডিজিটাল ডেস্ক, ২১ মে : কলকাতার রাতের আকাশে রহস্যজনক ড্রোনের আনাগোনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। সাতটি ড্রোন দেখা যাওয়ার পর কলকাতা পুলিশের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। লালবাজার দ্রুত পদক্ষেপ নিয়ে বেশ কয়েকটি থানাকে সতর্ক করে। গোয়েন্দারা তৎপর হয়ে নজরদারি শুরু করেন ড্রোনগুলির ওপর (Drone At Kolkata)। তবে শেষ পর্যন্ত, লালবাজার সূত্রের খবর অনুযায়ী, সাতটি ড্রোনই গায়েব হয়ে যায়।
সম্প্রতি কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, তবে সফল হয়নি। এই ঘটনার পরই কলকাতার আকাশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি নিয়ে সতর্ক হয়েছে লালবাজার। রাতের অন্ধকারে এই অজানা ড্রোনগুলির আনাগোনা অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে পুলিশ। কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। যেহেতু ফোর্ট উইলিয়ামের সংলগ্ন এলাকায় এই ড্রোনগুলিকে উড়তে দেখা গিয়েছে, তাই ইস্টার্ন কম্যান্ডের আধিকারিকরাও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন।
সোমবার গভীর রাতে মহেশতলা ও বেহালা থেকে সাতটি ড্রোন কলকাতার আকাশে প্রবেশ করে। প্রথমে সেগুলো হেস্টিংস এলাকায় ঘোরাফেরা করে, যেখানে দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এরপর চারটি ড্রোন ময়দান সংলগ্ন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যায় এবং কিছুক্ষণ ওখানে চক্কর কাটে। পরে, জওহরলাল নেহেরু রোডের একটি বহুতলের আশপাশে তাদের দেখা যায়। এরপর পাঁচটি ড্রোন পূর্ব দিকে, পার্ক সার্কাসের দিকে চলে যায়, আর বাকি দুটি উত্তর কলকাতার দিকে উড়ে যায়। প্রথমে হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে বিষয়টি জানায়, তারপর সতর্ক করা হয় ময়দান-সহ অন্যান্য থানাগুলিকে। রাতে ড্রোনগুলোর মাধ্যমে গোপনে ছবি তোলার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত এই ড্রোনগুলি কোথায় গায়েব হয়ে গেল, তা জানতে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। ড্রোন পাঠানোর পেছনে কোনো গোয়েন্দাগিরির উদ্দেশ্য ছিল কি না, তা বোঝার চেষ্টাও চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
Comments are closed.