Dumdum: এসি লোকালের উদ্বোধনে দমদমে ধুন্দুমার,সংঘর্ষে তৃণমূল-বিজেপি

63

ডিজিটাল ডেস্ক ১০ই অগাস্টঃ এসি লোকালের উদ্বোধনের দিনও সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। রবিবার দমদম স্টেশনে এসি লোকাল থেকে নামতেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের উদ্দেশে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। তার জেরে স্টেশনের বাইরে শোরগোল শুরু হয়। বিজেপি পালটা অভিযোগ করে যে স্টেশনের বাইরে জমায়েত করা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন। তার জেরে দু’পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়। তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে(Dumdum)।

প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই এই “জয় বাংলা” স্লোগানে উতপ্ত হয়ে ওঠে কোচবিহার । সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় কোচবিহারের উপর দিয়ে যাওয়ার সময় ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে যায় সেদিকেই। যা শুনে শুভেন্দু অধিকারী নিজেই গাড়ি থেকে নেমে তেড়ে যান সেদিকে। তিনি পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে সেই দিকে এগিয়ে যান। ফলে সেখানকার পরিস্থিতি সে মুহূর্তে বেশ উতপ্ত হয়ে ওঠে। সেখানে দেখাও যায় যে রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপর চড়াও একদল মানুষ। শুভেন্দু অধিকারীর গাড়ি ভাংচুড় করা হয় বলে দেখা যায় সেই ভিডিওতে। যার জেরে বঙ্গ রাজনীতি তোলপাড় হয় বেশ খানিক।

ঘটনা ঠিক কী? রবিবার রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের উদ্বোধন হয়েছে। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রানাঘাট স্টেশনে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা। এসি ট্রেনে সওয়ার হন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী, সমর্থকরা। দুপুর ১২টা নাগাদ ট্রেন উদ্বোধনের পর তাতে চড়ে দমদম পর্যন্ত আসেন তাঁরা। সুকান্ত ও অন্যান্য বিজেপি কর্মীরা দমদমে নেমে স্টেশনের বাইরে আসেন। সেখানে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দিতে যান সুকান্ত মজুমদার। অভিযোগ, সেসময় তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন উপস্থিত তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। INTTUC কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ বিজেপি কর্মীদের।

এই পরিস্থিতিতে সুকান্তদের কর্মসূচি বাধা পায় এবং তৃণমূল-বিজেপি সংঘাতে জড়িয়ে পড়ে। দমদম স্টেশনের বাইরে তুমুল উত্তেজনা ছড়ায়। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুকান্ত মজুমদার অবশ্য ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়টি এড়িয়ে বলেন, ”ওরা মহিলাদের হাত ধরে টানাটানি করেছ। এটা অসভ্যতা।

উল্লেখ্য, দেশজুড়ে বাংলা ও বাঙালির উপর অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ তুলছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এসব চলছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তার প্রতিবাদে চড়া সুর শাসকদল তৃণমূলের। প্রতিবাদের অংশ হিসেবে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা, জনপ্রতিনিধিদের নির্দেশের সুরে বলেছিলেন, ”বিজেপি নেতাদের দেখলে ‘জয় বাংলা’ বলুন।” রবিবার অভিষেকের নির্দেশমতোই সুকান্ত মজুমদারকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছে।