Dumdum Airport :চলন্ত বাসে আচমকা আগুন,বিমানবন্দর সংলগ্ন এলাকায়

47

ডিজিটাল ডেস্ক ১০ই অগাস্টঃ ছুটির দিনে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আচমকা অগ্নিকাণ্ড! কলকাতা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ওই সরকারি এসি বাসটি। তবে হতাহতের কোনও খবর নেই এখনও। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তুমুল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। কীভাবে আগুন লাগল চলন্ত বাসে, তা এখনও বোঝা যায়নি বলে জানায় দমকল বিভাগ। তদন্তে নেমেছে পুলিশ(Dumdum Airport)।

রবিবার ঘড়িতে সময় তখন প্রায় ১২টা ছুঁইছুঁই। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস, বারাসত থেকে গড়িয়া রুটে যাচ্ছিল। বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। কলকাতার দিকে আসার সময়ে এয়ারপোর্ট হোটেল ক্রসিংয়ের কাছে আচমকাই ঘটে দুর্ঘটনাটি। দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বাসে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বাস খালি করে দেওয়া হয়। খবর পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগে। দমকলের ২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়। তবে অগ্নিকাণ্ডের জেরে বাসের সম্পূর্ণ ক্ষতি হয়েছে বলে জানান দমকল আধিকারিকরা।

কীভাবে চলন্ত এসি বাসটিতে আগুন লাগল, সে বিষয়ে এখনও অন্ধকারে বিমানবন্দর থানার পুলিশ ও দমকল। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে। তদন্ত শুরু হয়েছে। তবে চলন্ত বাসে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল আতঙ্কিত যাত্রীরা। অনেকেই বলছেন, বড় বিপদ হতে পারত। এসি বাসে দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থাও নেই। দমবন্ধের মতো পরিস্থিতি হতেই পারত। যদিও আগুন লাগার বিষয়টি টের পেতেই চালক বাস থামিয়ে দ্রুত যাত্রীদের নেমে যেতে বলেন। বাস খালি করতে করতেই আগুন ছড়িয়ে বাসের ক্ষতি করেছে।