Durga Puja Fund: ক্লাবগুলিকে পুজো অনুদানের হিসেব দিতে হবে রাজ্যকে ! নির্দেশ হাইকোর্টের

59

ডিজিটাল ডেস্ক ২৫ অগাস্টঃ প্রতি বছর দুর্গা পুজোর অনুদানের অঙ্ক একটু একটু বাড়াচ্ছে রাজ্য সরকার। চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলেও থাকবে ছাড়। কিন্তু যে সব ক্লাবগুলি টাকা পাচ্ছে,তারা কি আদৌ টাকার হিসেব দিচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরই আদালতে নতুন করে মামলা হয়। দুর্গাপুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলো ক্লাব হিসেব দিয়েছে? যারা দেয়নি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সে সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে। সোমবার এমনই নির্দেশ দেয় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ(Durga Puja Fund)।

আদালতের মৌখিক বক্তব্য,যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না,তাদের ব্যাপারে ভাবতে হবে। বিচারপতি বলেন, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।” ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা তলব করা হয়েছে আদালতের তরফে। আদালতের বক্তব্য,আগের যাবতীয় নির্দেশে ক্লাবগুলিকে হিসেব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে বলা হয়েছিল।

রাজ্যের তরফে এদিন এজি দাবি করেন,অনুদান দেওয়ায় কোনও কোর্ট আপত্তি করেনি, তাই পুজোর পরে এর শুনানি হোক। তার আগে রাজ্য হলফনামা দেবে বলে জানান তিনি। এ কথা শুনে আপত্তি জানান বিচারপতি পাল।

আদালতের বক্তব্য,‘পুজোর পরে আর এই মামলার গুরুত্ব কী? কোর্ট বারবার যে সঠিক হিসেব দেওয়ার কথা বলেছে, সেই হিসেব দেওয়ার হচ্ছে না বলেই এখানে অভিযোগ করা হয়েছে। ফলে সেই ব্যাপারে পদক্ষেপ করতে হলে পুজোর আগেই করতে হবে।’

আগের বছর গুলোতে বহু ক্লাব কোনও হিসেব দেয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে। রাজ্য হলফনামা দিয়ে জানাবে ক্লাবগুলি হিসেবে দিয়েছে কি না। যদি না দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানতে চায় আদালত। বুধবার সেই মামলার শুনানি।