ডিজিটাল ডেস্ক, ২৭ অগাস্ট : দুর্গাপুজোয় প্যান্ডেলগুলিতে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও সংশ্লিষ্ট আধিকারিকরা। বিদ্যুৎ দফতরে এক সাংবাদিক বৈঠকেও পুজো প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লিউবিএসইডিসিএল, সিইএসসি-সহ বিভিন্ন বিদ্যুৎ সংস্থার উচ্চপদস্থ কর্তারা (Durga Pujo Electricity Issue)।
অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ডিভিসি, এনটিপিসি, রেল-সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর মণ্ডপগুলিতে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
মন্ত্রী জানান, রাজ্য বিদ্যুৎ পর্ষদের আওতাধীন এলাকায় ২০১১ সালে ২০,৯৭০টি পুজো অনুষ্ঠিত হতো, যার জন্য ২১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতো। বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫০,৫৫০টি, যেখানে বিদ্যুৎ চাহিদা দাঁড়িয়েছে ১,৩৪৮ মেগাওয়াটে— অর্থাৎ ৫৪২ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে, সিইএসসি-র পরিষেবা অঞ্চলে এ বছর ৫,৪৮৪টি পুজোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, যার জন্য প্রয়োজন ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। সব মিলিয়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বিদ্যুৎ সংযোগসহ দুর্গাপুজোর সংখ্যা ৫৬,০৩৪টি। এর বাইরেও বহু বাড়ি ও ক্লাবে পুজো হয়, যেগুলিতে আলাদা বিদ্যুৎ সংযোগের প্রয়োজন পড়ে না।
গত বছর তৃতীয় ও চতুর্থ দিনে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, যেখানে চতুর্থ দিনে প্রায় ৯,৯১২.৭১ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছিল। এরপর ধাপে ধাপে চাহিদা কমতে শুরু করে। মন্ত্রী জানিয়েছেন, এ বছর এই চাহিদা প্রায় ১২ হাজার মেগাওয়াট পর্যন্ত বাড়তে পারে। তবে সরকার এবং সিইএসসি এই চাহিদা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, পুজোর সময় ক্লাবগুলিকে বিদ্যুতের বিলের ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া মন্ত্রী জানান, পুজোর সময় ২৪ ঘণ্টা অফিসে থাকবেন বিদ্যুৎ বিভাগের ১৬১৬ জন সিনিয়র অফিসার এবং মোট ৭৩,৭১৪ জন কর্মী পর্যটকদের জন্য পরিষেবা দেবেন।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এবারের পুজোতে ৩,৪৫০টি মোবাইল ভ্যান মোতায়েন থাকবে। বিদ্যুৎ সমস্যার কোনো অভিযোগ থাকলে সরাসরি হেল্পলাইনে ফোন করা যাবে ১৯১২১ নম্বরে। এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ৮৯০০৭৯৩৫০৪ নম্বরও দেওয়া হয়েছে। সিইএসসি সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে ৯৮৩১০৭৯৬৬৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে তিনি জানান।
মন্ত্রী পুজো কমিটির প্রতি আবেদন জানিয়েছেন, প্রয়োজনমতো যথেষ্ট বিদ্যুতের জন্য আবেদন করা হোক, কারণ অনেক ক্লাব কম বিদ্যুতের জন্য আবেদন করলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। পাশাপাশি, মণ্ডপের মধ্যে দাহ্য পদার্থ এবং কাটা তার সংক্রান্ত বিদ্যুৎ সংযোগ বিষয়ে সতর্কতাও দিয়েছেন তিনি।