ডিজিটাল ডেস্ক, ৯ অগাস্ট : ঐতিহাসিক পদক্ষেপ ভারতীয় রেলের তরফে। পুজোর মরশুমে যাত্রীদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে এসেছে রেল কর্তৃপক্ষ। এবার যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটলেই মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। তবে এই অফার শুধুমাত্র উৎসবের মরশুমের জন্যই প্রযোজ্য (Durga Pujo Railway Offer)। রেলের তরফে কিছু নির্দিষ্ট শর্তও রাখা হয়েছে, যেগুলি মানলে তবেই যাত্রীরা এই ছাড়ের সুবিধা পাবেন। রেলের এই সিদ্ধান্তে পুজোর ভ্রমণ আরও সাশ্রয়ী ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
বাঙালির ভ্রমণপ্রেম সর্বজনবিদিত। পুজোর ছুটিতে অজানার উদ্দেশে রওনা হওয়াটা যেন এক অভ্যাস। শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দারাই নন, দেশের নানা প্রান্ত থেকেই অক্টোবর মাসে ঘুরতে বেরোন বহু মানুষ। যাঁদের যাতায়াতের অন্যতম ভরসা ট্রেন। যদিও এখন অনেকে বিমানে যাতায়াত করছেন, সেই যাত্রীদের দিকেও টানতে এবার পুজোর মরশুমে বিশেষ উপহার নিয়ে এল ভারতীয় রেল।
রেলের নতুন অফার অনুযায়ী, যেকোনও মেল বা এক্সপ্রেস ট্রেনে যদি যাত্রী যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটেন, তাহলে মিলবে বিশেষ ছাড়। তবে এই অফার পেতে হলে মানতে হবে কিছু শর্ত। কী সেই শর্তগুলি?
রেলের ছাড় সংক্রান্ত মূল শর্তগুলি:
১. যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে কাটতে হবে।
২. একই যাত্রীর নামে দু’টি টিকিট কাটতে হবে (যাওয়া ও ফেরা)।
৩. টিকিট কাটার তারিখ ও যাত্রার তারিখের মধ্যে নির্দিষ্ট ব্যবধান থাকতে হবে (রেলের নির্ধারিত সময় মেনে)।
৪. ছাড় শুধুমাত্র নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রযোজ্য (উৎসবের নির্দিষ্ট সময়)।
৫. অফারটি শুধু মেল ও এক্সপ্রেস ট্রেনের সাধারণ বুকিংয়ে প্রযোজ্য, ডায়নামিক বা তৎকাল টিকিটে নয়।
এই সুবিধা পেয়ে পুজোর ট্রেনযাত্রা আরও সাশ্রয়ী হবে বলেই আশা রেল কর্তৃপক্ষের।
রেলের পুজো স্পেশাল অফারে ছাড় পেতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটতে হবে এবং দু’টি টিকিটই একই সেকশনের হতে হবে— অর্থাৎ, যদি যাত্রার সময় স্লিপার ক্লাসের টিকিট কাটা হয়, তাহলে ফেরার সময়ও স্লিপার ক্লাসেই টিকিট কাটতে হবে।
পুজো মরশুমের সময়সীমা অনুযায়ী:
যাত্রার তারিখ পড়তে হবে ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর-এর মধ্যে।
ফেরার টিকিট কাটা যেতে পারে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর-এর মধ্যে।
একই মাধ্যমেই টিকিট বুক করতে হবে— অর্থাৎ হয় সম্পূর্ণ অনলাইন, না হয় অফলাইনে। দু’ভাবে মিশিয়ে টিকিট কাটলে ছাড় মিলবে না।
এই স্কিমে ছাড় পেতে টিকিট অবশ্যই কনফার্মড হতে হবে। কোনও অবস্থাতেই ওয়েটিং টিকিটে ছাড় প্রযোজ্য নয়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত— এই স্কিমে কাটা টিকিট ক্যানসেল করলে কোনও রিফান্ড মিলবে না, এমনটাই জানিয়েছে রেল।
রেলের ধারণা, এই বিশেষ অফারের ফলে পুজোর সময় ট্রেনে যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে, এবং বিমানের সঙ্গে প্রতিযোগিতাতেও তারা টিকতে পারবে।