East Bengal Beat Mohun Bagan : কলকাতা লিগে ডার্বির রং লাল-হলুদ!

74

ডিজিটাল ডেস্ক, ২৬ জুলাই : এদিন ম্যাচের শুরুতেই দাপট দেখায় ইস্টবেঙ্গল (East Bengal Beat Mohun Bagan)। ম্যাচের ৯তম মিনিটেই জেসন টিকে প্রথম গোল করে লাল-হলুদ শিবিরকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের (৪৫+৭ মিনিট) মাথায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মশাল ব্রিগেড। সেই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করে মোহনবাগান। অবশেষে ৫৫ মিনিটে লেওয়ান কাস্তানা একটি গোল করে ব্যবধান কমান। এরপর ৬৭ মিনিটে কিয়ান নাসিরি গোল করে ম্যাচে সমতা ফেরান। মোহনবাগান জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করা জামশেদ নাসিরির পুত্র এ দিনও স্কোরশিটে নাম তুললেও, শেষমেশ রক্ষা করতে পারলেন না দলকে।

কিয়ানের গোলের ঠিক দুই মিনিট পরেই আবার পাল্টা আঘাত হানে ইস্টবেঙ্গল। ডেভিডের গোলের সুবাদে ৩-২ ব্যবধানে ফের এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। বাকি সময় আর কোনও গোল না হওয়ায় এই স্কোরলাইনই থেকে যায় নির্ধারক। আর কল্যাণীর স্টেডিয়াম তখন ইস্টবেঙ্গল সমর্থকদের গর্জনে মুখর।

ম্যাচের শেষ মুহূর্তে একাধিক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় মোহনবাগান। অন্যদিকে, খারাপ ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলের আমনকে।

এই ম্যাচেও বিতর্ক এড়ানো গেল না কলকাতা লিগে। ডার্বি চলাকালীনই কল্যাণী স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট হঠাৎ করে নিভে যায়, যার ফলে কিছুক্ষণ খেলাও থমকে যায়। ফের একবার অব্যবস্থার ছবি উঠে এল কলকাতা লিগ ঘিরে।