ডিজিটাল ডেস্ক, ৮ অগাস্ট : আগামী নির্বাচনের আগে (Election 2026) ভোটকর্মীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন (EC – Election Commission)। ভোটের দায়িত্বে থাকা অফিসার, কর্মচারী, নিরাপত্তাকর্মী (Presiding Officers) ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের (Polling Officers) পারিশ্রমিক ও খাবারের ভাতা উল্লেখযোগ্য হারে বাড়াল (enhanced remuneration) কমিশন। ২০১৪-১৬ সালের পর এই প্রথমবার বড় মাপের এই সংশোধন করা হল।
কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট পরিচালনায় নিয়োজিত কর্মীরা দীর্ঘ সময় ধরে কঠোর ও সংবেদনশীল দায়িত্ব পালন করেন। তাঁদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত (ECI Hike Remunerations Of Officers)।
কী হারে কাদের ভাতা বাড়ল:-
প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার: আগে দিনে ৩৫০ টাকা পাওয়া যেত, এখন দিনে ৫০০ টাকা অথবা ২০০০ টাকা এককালীন ভাতা।
পোলিং অফিসার: আগের দিনে ২৫০ টাকা ছিল, বর্তমানে দিনে ৪০০ টাকা বা ১৬০০ টাকা এককালীন দেওয়া হচ্ছে।
কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: আগে দিনে ২৫০ টাকা পেতেন, এখন সেটা বেড়ে হয়েছে দিনে ৪৫০ টাকা অথবা ১৩৫০ টাকা এককালীন।
চতুর্থ শ্রেণির কর্মী: আগে দিনে ২০০ টাকা ভাতা পেতেন, এখন দিনে ৩৫০ টাকা বা ১৪০০ টাকা এককালীন ভাতা দেওয়া হচ্ছে।
কল সেন্টার ও কন্ট্রোল রুমের চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য এখন এককালীন ১০০০ টাকা ভাতা রয়েছে।
ভিডিও টিম, একাউন্টিং টিম, মিডিয়া মনিটরিং, ফ্লাইং স্কোয়াড ইত্যাদির ক্ষেত্রে:
শ্রেণি I ও II এর জন্য ভাতা ১২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০০ টাকা।
শ্রেণি III এর জন্য ১০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০০ টাকা।
মাইক্রো অবজার্ভারদের ভাতা: আগে ১০০০ টাকা ছিল, এখন এককালীন ২০০০ টাকা করা হয়েছে।
খাবার ও রিফ্রেশমেন্ট ভাতা বৃদ্ধি:-
যাঁরা ভোট ও গণনার দায়িত্বে থাকবেন—যেমন পুলিশ, হোম গার্ড, স্বেচ্ছাসেবক, এনসিসি ক্যাডেট ইত্যাদি—তাদের জন্য প্রতিদিনের খাবারের ভাতা ১৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০০ টাকা।
অনারারিয়াম ও সম্মানী বৃদ্ধি:
ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (Dy. DEO): আগে কোনো অনারারিয়াম থাকত না, এখন এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা দেওয়া হবে।
CAPF-এর গেজেটেড অফিসার:
১৫ দিনের মধ্যে: ২৫০০ টাকা থেকে বেড়ে ৪০০০ টাকা
১৫ দিনের বেশি হলে: প্রতি সপ্তাহে ১২৫০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকা
CAPF-এর অন্যান্য অফিসার (ইনস্পেক্টর ইত্যাদি):
১৫ দিনের মধ্যে: ২০০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকা
১৫ দিনের বেশি হলে: প্রতি সপ্তাহে ১০০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা
কনস্টেবল ও সমমান পদে:
১৫ দিনের মধ্যে: ১৫০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকা
১৫ দিনের বেশি হলে: প্রতি সপ্তাহে ৭৫০ টাকা থেকে বেড়ে ১২৫০ টাকা
সেক্টর অফিসার ও সহকারী ব্যয়ের নিরীক্ষক: আগে ৭৫০০ টাকা ছিল, এখন পূর্ণ সময়ের দায়িত্বে থাকলে ১০,০০০ টাকা দেওয়া হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কর্মীরা গণতন্ত্রের মূল চালিকাশক্তি। তাদের যথাযথ মর্যাদা প্রদানের লক্ষ্যে এই নতুন ভাতা ও সম্মানীর হার নির্ধারণ করা হয়েছে।