EXPRESSWAY : বরাপানি-পাঁচগ্রাম এক্সপ্রেসওয়ে হবে গ্রিন ফিল্ড এক্সেস হাইওয়ে’
EXPRESSWAY : মেঘালয়ের বরাপানি থেকে হাইলাকান্দির পাঁচগ্রাম, গাড়িতে যেতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা। অকল্পনীয় হলেও এবার তা বাস্তব হতে চলেছে। ইতিমধ্যে বরাপানি-পাঁচগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে অনুমোদন জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দিশপুরে সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের রূপরেখা জানালেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা।
পাহাড়ের বুক চিড়ে হবে সোজা রাস্তা
কোথাও থাকবে না কোনও বাঁক
পাহাড়ের বুক চিড়ে বা সুরঙ্গের ভেতর দিয়ে যাবে বরাপানি-পাঁচগ্রাম এক্সপ্রেসওয়ে। পাঁচগ্রাম পৌঁছতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা! শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য। উত্তর-পূর্বের প্রথম এক্সপ্রেস হাইওয়ে সংযুক্ত করবে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকাকে। এই প্রকল্পের জন্য ২২,৮৬৪ কোটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা
মঙ্গলবার দিশপুরে স্বপ্নের এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’এই সড়কটি হবে গ্রিন ফিল্ড এক্সেস হাইওয়ে’। অর্থাৎ বরাপানি থেকে এই সড়কে যাত্রা শুরু করলে আপনাকে পাঁচগ্রাম যেতেই হবে। মাঝপথে গাড়ি ঘুরিয়ে ফিরে আসার কোনও ব্যবস্থাই থাকবে না।
মুখ্যমন্ত্রী বলেন ‘এই প্রকল্পের কথা শুনে অনেকে হাসি ঠাট্টা করেছিলেন’
‘কংগ্রেস বলেছিল, স্বপ্নে যা দেখি, তাই নাকি বলি’
‘কিন্তু বর্তমানে স্বপ্ন বাস্তব হতে চলেছে’
এই সড়কের কাজ সম্পন্ন হলে সবচেয়ে উপকৃত হবেন বরাক উপত্যার মানুষ। কারণ স্বাধীনতার ৭৫ বছর পরও বরাক থেকে সড়ক পথে গুয়াহাটি আসতে সময় লাগে ১২ ঘণ্টা কিংবা তারও বেশি। এছাড়াও সারা বছর গুয়াহাটি-শিলচর জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে পারে না। বিশেষ করে বর্ষার সময় পাহাড় ধসে প্রায়ই বন্ধ হয় যানবাহনের চলাচল। এরকম পরিস্থিতিতে বরাপানি-পাঁচগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প বরাকবাসীর কাছে স্বপ্নের চেয়ে কম নয়
Comments are closed.