Extra Luggage Cost Train : এবার কি বিমানের মতো ট্রেনেও অতিরিক্ত লাগেজে জরিমানা?

49

ডিজিটাল ডেস্ক, ১৯ অগাস্ট : এতদিন বিমানে অতিরিক্ত ওজনের লাগেজের জন্য যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হলেও, ট্রেনযাত্রায় তেমন কোনও নিয়ম কার্যকর ছিল না। ফলে লাগেজ রাখা নিয়ে প্রায়শই যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যেত।

এবার সেই চিত্র বদলাতে চলেছে। অতিরিক্ত ভারী ব্যাগের জন্য ট্রেনযাত্রীদের গুনতে হতে পারে জরিমানা (Extra Luggage Cost Train)।

প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই নিয়ম। স্টেশনে লাগানো হচ্ছে লাগেজের ওজন মাপার যন্ত্র। নির্ধারিত সীমার বেশি ওজন হলেই দিতে হবে বাড়তি চার্জ। রেল সূত্রে খবর, এই উদ্যোগ সফল হলে ধাপে ধাপে সারা দেশেই চালু হতে পারে অতিরিক্ত লাগেজে জরিমানার নিয়ম। এর ফলে ট্রেনে যাত্রার অভিজ্ঞতা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলেই আশা কর্তৃপক্ষের।

ট্রেনে অতিরিক্ত লাগেজে জরিমানা: পুরনো নিয়ম কার্যকর করতে উদ্যোগ রেলের, শুরু প্রয়াগরাজে।

ট্রেনে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র নিয়ে উঠলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে—এই নিয়ম আগে থেকেই ছিল, তবে বাস্তবে তা সেভাবে কার্যকর হয়নি। এবার সেই পুরনো নিয়ম কার্যকর করতেই নতুন করে উদ্যোগ নিল রেল।

উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, “যেভাবে টিকিট কেটে ট্রেনে ওঠা বাধ্যতামূলক, ঠিক তেমনই নির্দিষ্ট ওজনের মধ্যেই মালপত্র সঙ্গে রাখা যায়। সেই সীমা অতিক্রম করলে অতিরিক্ত চার্জ দিতে হয়। এতদিন এই নিয়ম অনেকেই অমান্য করতেন। এবার সেটাকেই সক্রিয়ভাবে মনে করিয়ে দেওয়া হচ্ছে।”

এই লক্ষ্যেই পরীক্ষামূলক ভাবে প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে স্ক্যানারের মাধ্যমে লাগেজের ওজন পরীক্ষা করা শুরু হয়েছে। নির্ধারিত সীমার চেয়ে বেশি হলে, সেই যাত্রীকে দিতে হবে জরিমানা।

রেল জানিয়েছে, পরীক্ষামূলক প্রয়োগে যাত্রীদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে ধাপে ধাপে দেশের অন্যান্য স্টেশনেও চালু হবে এই ব্যবস্থা।

তবে ঠিক কী বলছে রেলের লাগেজ নিয়ম?

সাধারণ শ্রেণির যাত্রী: বিনামূল্যে ৩৫ কেজি পর্যন্ত মালপত্র বহনের অনুমতি।

শীততাপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণি:

AC 2-tier: ৫০ কেজি পর্যন্ত

AC 1st Class: ৭০ কেজি পর্যন্ত

এই সীমা পেরিয়ে গেলে নির্ধারিত হারে অতিরিক্ত চার্জ দিয়ে মাল বুক করতে হয় লাগেজ ভ্যানে। অনিয়ম ধরা পড়লে জরিমানাও দিতে হতে পারে।

এই নতুন নজরদারির ফলে ট্রেনযাত্রা আরও শৃঙ্খলাবদ্ধ এবং আরামদায়ক হবে বলেই আশা করছে রেল কর্তৃপক্ষ।

উত্তর-মধ্য রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) হিমাংশু শুক্লা জানিয়েছেন, স্টেশনে লাগেজ পরীক্ষার দায়িত্ব ভাগ করে নেওয়া হচ্ছে দুই দফতরের মধ্যে।

আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) থাকবে মালপত্র স্ক্যানিংয়ের দায়িত্বে। অন্যদিকে, রেলের বাণিজ্য বিভাগের কর্মীরা ব্যাগের মাপ ও ওজন খতিয়ে দেখবেন। নির্ধারিত সীমার বেশি হলেই যাত্রীদের থেকে আদায় করা হবে জরিমানা। এছাড়া, কোনও যাত্রী নিষিদ্ধ সামগ্রী নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে, তা রুখে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে আরপিএফ। এই উদ্যোগ শুধু অতিরিক্ত ওজন রোধ করতেই নয়, যাত্রী নিরাপত্তাও আরও জোরদার করতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। নিয়ম কার্যকর হলে ট্রেন সফর হবে আরও শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ—এমনটাই আশাবাদী কর্তৃপক্ষ।